<p>কুড়িগ্রামে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দুই আওয়ামী লীগ নেতা‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে কুড়িগ্রাম সদর ও উলিপুর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করা হয়।</p> <p>গ্রেপ্তারকৃতরা হ‌লেন উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আজহার আলী সরকার রাজা ও তবকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রাজা।</p> <p>উলিপুর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গত ৪ আগস্ট কুড়িগ্রামে বৈষম‌্যবি‌রোধী আন্দোল‌নে সংঘর্ষ ও হামলার ঘটনায় করা মামলায় তা‌দের গ্রেপ্তার করা হয়।’</p> <p>জানা গে‌ছে, গত ৪ আগস্ট জেলা শহরের ঘোষপাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার জমায়েতের ওপর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়। এতে উভয় পক্ষের প্রায় ৩৫ জন আহত হন। এ ঘটনায় জেলা যুবদলের সদস্য আবু তাহের মেছবা বাদী হয়ে গত ১৩ সে‌প্টেম্বর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৮৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করাসহ অজ্ঞাতপরিচয় ১০০-১৫০ নেতাকর্মীকে আসা‌মি ক‌রে মামলা করেন।</p> <p>কুড়িগ্রাম সদর থানার ওসি নাজমুল হোসেন বলেন, উলিপুরে রাজা নামে দুজনকে আটক করা হয়েছে। তাদের নামে ৪ আগস্ট দেশে অরাজকতা সৃষ্টি, শান্তি-শৃঙ্খলা বিনষ্ট ও ভাঙচুরের ঘটনার মামলা রয়ে‌ছে। তাদের আদাল‌তের মাধ‌্যমে জেলহাজতে পাঠানো হয়ে‌ছে।</p>