<p>সুনামগঞ্জের মধ্যনগরে মসজিদের ইমামের বেতন ও হিসাব নিকাশ নিয়ে কথা কাটাকাটির জেরে দুগ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় গ্রুপের ২৫ জন আহত হয়েছেন। </p> <p>রবিবার (২৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার চামরদানী ইউনিয়নের টেপিরকোনা গ্রামে ঘণ্টাব্যাপী এ সংর্ঘষ চলে। উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বজ্রপাতে সিলেট ও সুনামগঞ্জে নিহত ৬" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/29/1727611116-095fc12b8783516b68ac16d3fba8d06d.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বজ্রপাতে সিলেট ও সুনামগঞ্জে নিহত ৬</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/09/29/1430148" target="_blank"> </a></div> </div> <p>পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার চামরদানী ইউনিয়নের টেপিরকোনা জামে মসজিদ ইমামের বেতন ও মসজিদের হিসাব নিকাশ নিয়ে ওই গ্রামের বাবুল চৌধুরী ও আজিজুল ইসলামের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে আজিজুলের লোকজন ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে টেপিরকোনা জামে মসজিদের সামনের রাস্তায় বাবুলের লোকজনদের ওপর হামলা করে। এতে করে দুগ্রুপের প্রায় ২৫ জনের মতো আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।</p> <p>মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. সজীব রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। দুপক্ষের লোকজন বসে বিষয়টি সমাধান করবে।</p>