<p>দেশের শীর্ষস্থানীয় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ওপর দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে চরফ্যাশন সংবাদকর্মী, বসুন্ধরা ও সুশিল সমাজ বিক্ষোভ ও মানববন্ধন করেছে। শনিবার (২৪ আগস্ট) স্থানীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধবন করা হয়। দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।</p> <p>মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে সাংবাদিকদের সঙ্গে যোগ দেন ছাত্র-শিক্ষক, যুব সমাজসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। তারা বলেন, সংবাদকর্মীদের ওপর হামলা করে মানে দেশকে রোশানলে নেওয়ার পায়তারা করছে লুটেরাজেরা। এদের কোনো দল নেই, যখন যে দল আসে সে দলের সঙ্গে মিশে লুটপাট করেন তারা। </p> <p>হামলাকারীদের প্রতিহত করার আহব্বান জানিয়ে সাংবাদিক নেতারা বলেন, অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। তা না হলে এদেশের মানুষকে তারা তুষে খাবে।</p>