<p style="text-align:justify">ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। কসবা ও আখাউড়ায় পানি কমায় অনেকেই আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরে যাচ্ছে।</p> <p style="text-align:justify">এদিকে আখাউড়া স্থলবন্দর এলাকা থেকে পানি একেবারে নেমে যাওয়ায় রবিবার থেকে ভারতে যাত্রী যাওয়া-আসার কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্থলবন্দরের কাছে সেতু ভাঙা থাকায় আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে চালু হওয়া নিয়ে শঙ্কা রয়েছে।</p> <p style="text-align:justify">আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা গাজালা পারভীন রুহি বলেন, ‘দুই দিন ধরে আখাউড়াতে পানি কমছে। আশ্রয়কেন্দ্রে থাকা অনেকেই বাড়ি ফিরে গেছে। আশা করছি, দু-এক দিনের মধ্যে পানি কমে গেলে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।’</p> <p style="text-align:justify">কসবার ইউএনও মো. শাহরিয়া মুক্তার জানান, পানি কমতে শুরু করেছে। তবে বন্যা আক্রান্ত ২ হাজার ৩৫০ পরিবারের অন্তত ১৫ হাজার মানুষ এখনো পানিবন্দি আছে। সরকারের পাশাপাশি বন্যার্তরা বেসরকারিভাবেও সহায়তা পাচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।</p>