<p>জার্মানির হোচশুলে ডার্মস্ট্যাড ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস ক্যাম্পাস পরিদর্শন করে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর প্রতিনিধিদল। এআইইউবি প্রতিনিধিদলের প্রধান ছিলেন এআইইউবি ট্রস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ইশতিয়াক আবেদীন। এআইইউবির প্রতিনিধি দল হোচশুলে ডার্মস্ট্যাড ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের স্টাডিজ, টিচিং এবং স্টুডেন্ট অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. ম্যাথিয়াস ভিয়েথ সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।</p> <p>এ সময় উভয়ের মধ্যে উচ্চশিক্ষা কার্যক্রম, গবেষণা, শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, শিক্ষার্থীদের পার্ট-টাইম কাজ, শিক্ষক বিনিময় কর্মসূচি, একাডেমিক সহযোগিতা, বৃত্তি, শিক্ষার্থীদের জন্য ডরমিটরি সুবিধা এবং শিক্ষার্থীদের ভিসা সহজীকরণ বিষয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। আলোচনার অংশ হিসেবে, এআইইউবি এবং জার্মানির হোচশুলে ডার্মস্ট্যাড ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের মধ্যে একটি সমঝোতা স্মারক শিগগিরই স্বাক্ষরিত হবে এবং এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে গবেষণা এবং একাডেমিক উন্নয়ন অব্যাহত থাকবে। এআইইউবি প্রতিনিধিদলের প্রতিনিধিরা জার্মানির হোচশুলে ডার্মস্ট্যাড ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সেস ক্যাম্পাস পরিদর্শন সময়ে ল্যাব, আধুনিক ক্লাসরুম এবং অন্যান্য সুবিধাগুলি পরিদর্শন করেন।</p> <p>এ সময় উপস্থিত ছিলেন হোচশুলে ডার্মস্ট্যাড ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি ফ্যাকাল্টির ভাইস ডিন প্রফেসর ড. ক্রাউস এবং মাস্টার্স প্রগ্রামের হেড প্রফেসর ড. পিটার ফ্রম। এই সফরটি এআইইউবি এবং জার্মানির হোচশুলে ডার্মস্ট্যাড ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের মধ্যে উচ্চশিক্ষায় আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।</p>