<p>আগামী বছরের শুরুতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) দ্বিতীয় সমাবর্তন আয়োজনের কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. হায়দার আলী। ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থীদের কেন্দ্রীয় নবীনবরণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।</p> <p>তিনি বলেন, ‘আজকের এই দিনে আমি একটা ঘোষণা দিচ্ছি, ২০২৫ সালের শুরুতেই সমাবর্তন করব। উচ্চশিক্ষা ও গবেষণায় জোরদার করার লক্ষ্যে আমরা ইতোমধ্যেই ঘোষণা দিয়েছি এমফিল ও পিএইচডি ডিগ্রি চালু করার। আমাদের ২৩ শতাংশ শিক্ষার্থীদের জন্য আবাসনের ব্যবস্থা রয়েছে। আমরা চেষ্টা করব আগামী এক বছরের মধ্যেই নতুন ক্যাম্পাসের চারটি হল খুলে দেওয়ার জন্য, যেন আবাসন সমস্যা কিছুটা হলেও লাঘব হয়।’ </p> <p>বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শোভাযাত্রার মাধ্যমে নবীনদের বরণ করে নেওয়ার কার্যক্রম শুরু হয়। </p> <p>শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে শুরু হয়ে ক্যাম্পাসের মূল ফটক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়। মুক্তমঞ্চে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করেন উপাচার্য ড. মো. হায়দার আলী। এরপর নবীন শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="এবার প্রকাশ্যে এলেন কুবি ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/19/1732012179-c2c976d660517e07ad1fd4eea0f26da8.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>এবার প্রকাশ্যে এলেন কুবি ছাত্রশিবিরের সভাপতি-সেক্রেটারি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/11/19/1448354" target="_blank"> </a></div> </div> <p>অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত এবং পরে জুলাই বিপ্লবের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পবিত্র ধর্মীয় গ্রন্থ পাঠ শেষে নবীনদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর বিকেলে শিক্ষার্থীদের জন্য সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। </p> <p>অনুষ্ঠানের গেস্ট অফ অনার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইসমাইল নবীন শিক্ষার্থীদের বলেন, ‘বিশ্ববিদ্যালয় একটা রঙিন জায়গা। একরাশ রঙিন স্বপ্ন নিয়ে তোমরা এখানে পা রেখেছো। এই রঙিন স্বপ্ন পূরণে তোমরা চলার পথে অনেক ভালো কিছু দেখবে, পাশাপাশি অনেক খারাপ কিছুও দেখবে। বিশ্ববিদ্যালয়ে যেহেতু ভর্তি হয়েছো তোমাদের এখনই লক্ষ্য ঠিক করতে হবে। তাহলেই তোমার চলার পথ মসৃণ হবে। আমরা চাই, তোমরা নবীন শিক্ষার্থীরা লক্ষ্য ঠিক করে পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সফলতার সর্বোচ্চ শিখরে পৌঁছে যাও।’ </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কুবি থেকে সরানো হলো শেখ হাসিনার ম্যুরাল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/11/1731328449-c9d55d54e25c2d8bdf1a5408ff0a07a7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কুবি থেকে সরানো হলো শেখ হাসিনার ম্যুরাল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/campus-online/2024/11/11/1445441" target="_blank"> </a></div> </div> <p>অনুষ্ঠানের মূল পর্বে নবীনবরণ অনুষ্ঠানের আহ্বায়ক ড. আব্দুল্লাহ আল মাহবুবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো হায়দার আলী। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড মোহাম্মদ ইসমাঈল। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম।</p>