<p>ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে চোর সন্দেহে পিটিয়ে হত্যার ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। হলের আবাসিক শিক্ষক অধ্যাপক ড. আলমগীর কবীরকে আহ্বায়ক করে গঠিত কমিটিকে আজ সন্ধ্যা ৬টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।</p> <p>আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ফজলুল হক মুসলিম হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. শাহ মো. মাসুম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন। </p> <p>বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে ফজলুল হক মুসলিম হলে সংঘটিত ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে রয়েছেন অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আলম খানকে আহ্বায়ক এবং অধ্যাপক ড. শেখ জহির রায়হান, মো. মাহাবুব আলম, ড. আছিব আহমেদ, ড. এম এম তৌহিদুল ইসলাম, এ কে এম নূর আলম সিদ্দিকীকে সদস্য করা হয়েছে।</p> <p>এর আগে গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার ঘটনা ঘটে। চোর সন্দেহে তাকে প্রথমে হলের প্রধান ভবন ও বর্ধিত ভবনের অতিথিকক্ষে কয়েক দফা পেটানো হয়। পরে থানায় নিয়ে যাওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১২টা ৪৫ মিনিটে তার মৃত্যু হয়। </p> <p>নিহত তোফাজ্জলের গ্রামের বাড়ি বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায়। <br />  </p>