<p>কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিছিল করেন তারা। সারা দেশে চলমান আন্দোলনে শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলা ও শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করেন তারা।</p> <p>স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা লিপুস ক্যান্টিনের সামনে জড়ো হতে থাকেন। পরে তারা বাঁশের লাঠি, লোহার রড ও পাইপ হাতে নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিল করেন। মিছিল শেষে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বিকেল পৌঁনে ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সরে সড়কে এসে অবস্থান নেন তারা। এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সড়কে অবস্থান নিতে চাইলে আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে লাঠি উচিয়ে বিক্ষোভ করেন।</p> <p>এদিকে আন্দোলন চলাকালে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে বিশ্ববিদ্যালয় এলাকায় অবস্থান নিতে দেখা গেছে। পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের অনুরোধে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক ছেড়ে ক্যাম্পাসের ভেতরে অবস্থান নিয়ে আন্দোলন করতে থাকেন।</p>