<p style="text-align:justify">বস্ত্রকল মালিকদের সংগঠন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ আলী খোকন। আম্বার গ্রুপের চেয়ারম্যান ও বিটিএমএর সাবেক সহ-সভাপতি শওকত আজিজ রাসেলকে নতুন সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। </p> <p style="text-align:justify">রবিবার (১১ আগস্ট) রাজধানীর গুলশান অফিসে বিটিএমএর পরিচালনা পর্ষদের বৈঠকে এই দুই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। </p> <p style="text-align:justify">বৈঠকে মোহাম্মদ আলী খোকনের পক্ষ থেকে পদত্যাগপত্র জমা দেওয়া হয়। পত্রে পদত্যাগের জন্য ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি বলেন, ‘এই সম্মানিত অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা একটি গভীর সম্মান এবং একটি অমূল্য অভিজ্ঞতা। তবে আমার শারীরিক এবং ব্যবসা উভয়ই সমস্যায় ভুগছে, যেখানে আমার মনোযোগ দেওয়া প্রয়োজন। অনেক ভেবে-চিন্তে বিটিএমএর সভাপতির পদ থেকে কার্যকরভাবে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’ </p> <p style="text-align:justify">পরিচালনা পর্ষদ তার এ পদত্যাগপত্র গ্রহণ করেছে।<br />  </p>