<p>নারী সাফ চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব হারাতে চায় না বাংলাদেশ। আগামীকাল নেপালকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা উদযাপন করতে চান সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা। ট্রফি ধরে রাখার ব্যাপারে বাংলাদেশ যে আত্মবিশ্বাসী তা জানিয়েছেন অধিনায়ক সাবিনা।</p> <p>সর্বশেষ টুর্নামেন্টে এই নেপালকে হারিয়েই প্রথম শিরোপা জিতেছিল বাংলাদেশ। প্রতিপক্ষের বিপক্ষে আরেকটি ফাইনালে নামার আগে সাবিনা বলেছেন, ‘দল নিয়ে আত্মবিশ্বাসী। মেয়েরা যেসব বিতর্কের মধ্য দিয়ে গেছে সেসব কিছু অতিক্রম করে যেভাবে ফুটবল খেলেছে সেটা অবিশ্বাস্য। প্রশংসা করা উচিত। আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে কৃতজ্ঞ। আমার মনে হয় না, কোনো কিছুর ঘাটতি থাকবে মাঠে। আপনারাই বলেছেন, মেয়েরা এত ভালো ফুটবল কিভাবে খেলছে। আমি মনে করি, শিরোপা জেতার জন্যই খেলব।’</p> <p>নানন্দিক ফুটবল খেলেই ফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে শ্রেষ্ঠত্বের মঞ্চে মেয়েরা আরো দুর্দান্ত খেলা ‍উপহার দিবে বলে জানিয়েছেন কোচ পিটার বাটলার, ‘শিহরণ জাগানিয়া ফাইনাল হবে। আমরা অনেকটা পথ এসেছি, আরো এগিয়ে যেতে চাই। নেপালের প্রতি ভীষণ শ্রদ্ধা আছে আমার। যখন আপনি ফাইনালে খেলবেন, তখন সব কিছু সেরাভাবে নিয়ন্ত্রণ রাখা গুরুত্বপূর্ণ। কেননা, কখনো কখনো উপলক্ষ্য আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। আমি জানি, আগামীকালের ম্যাচে অনেক বিষয় অন্তর্ভুক্ত থাকবে, তবে আমাদের বিশ্বাস করতে হবে সঠিক মানসিকতা, মনোভাব নিয়ে আমরা খেলতে পারি।’</p> <p>ঘরের সমর্থকদের সামনে ফাইনাল খেলবে নেপাল। যা তাদের বাড়তি সুবিধা দিবে। তবে সাবিনার মতে প্রতিপক্ষরাই চাপে থাকবে। তিনি বলেছেন, ‘আমাদের কিছুটা অসুবিধা তো হবেই। দলের অনেকেই তরুণ আছে। আবার অনেকেরই এই মাঠে খেলার অভিজ্ঞতা আছে। আমার কাছে মনে হয়, স্বাগতিক দলই বেশি চাপে থাকে।’</p>