<p style="text-align:justify">জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার বলেছেন, ‘দেশ একটি কঠিন চ্যালেঞ্জের সামনে উপস্থিত হয়েছে। এই চ্যালেঞ্জ অতিক্রিম করতে হলে রাষ্ট্রের সর্বাত্মক আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি। আইনের শাসন একটি বিধিবদ্ধ ব্যবস্থা, রাষ্ট্রের সকল নাগরিকের প্রতি আইনের সমান দৃষ্টি থাকে। সবার প্রতি আইন সমানভাবে প্রয়োগ হয়।’</p> <p style="text-align:justify">রবিবার (৩ নভেম্বর) দুপুরে মাদারীপুর পৌরসভার নতুন বাসস্ট্যান্ড এলাকায় ইউনিয়নভিত্তিক সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। </p> <p style="text-align:justify">শামীম হায়দার বলেন, ‘আইনের শাসন প্রতিষ্ঠা হলে সরকার ও জনগণ এই দুইয়ের মধ্যে আইন সমানভাবে প্রয়োগ হবে। কারো প্রতি আইনের অপব্যবহার হবে না, সত্যিকার অর্থে আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে দুর্বলের ওপর সবলের অত্যাচার আর থাকবে না। আইনের শাসনের মধ্য দিয়ে কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব।’</p> <p style="text-align:justify">গত ৩৫ বছর ধরে সংস্কারের মহান ব্রত নিয়ে জাকের পার্টি সারাদেশে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। জাকের পার্টির এই মহাসচিব বলেন, ‘আজকের তরুণ সমাজকে সমাজের বোঝা নয়, আশির্বাদ মনে করতে হবে।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘তরুণদের আগামীর দেশ পরিচালনার জন্য গড়ে তুলতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তরুণরা নিজের পাঁয়ে দাঁড়াতে পারলে নির্বাচনী সংস্কার ও রাজনৈতিক সংস্কার সম্ভব। তাহলে তরুণদের আর রাজনৈতিক দল টোপ হিসেবে ব্যবহার করতে পারবে না।’</p> <p style="text-align:justify">দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে শামীম হায়দার বলেন, ‘দেশের শিক্ষা ব্যবস্থা যেন আর কখনই সার্টিফিকেট তৈরির কারখানায় পরিণত না হয়। বিশ্ববিদ্যালয়গুলোতে আন্তর্জাতিক মানের গবেষণা কার্যক্রম থাকতে হবে। যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী শিক্ষা ব্যবস্থা থাকতে হবে। তাহলে কর্মশক্তির নতুন এক বাংলাদেশের সৃষ্টি হবে। সেজন্য কর্মসংস্থানমুখী শিক্ষা নিশ্চিত করতে হবে।’</p> <p style="text-align:justify">মাদারীপুর জেলা জাকের পার্টির সভাপতি আসাদুজ্জামান আকনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, অতিরিক্ত মহাসচিব মাহাবুবুর রহমান হায়দার, জাতীয় স্থায়ী কমিটির সদস্য হুমায়ুন কবীর, শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় সম্পাদক আবদুর রশিদ, তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সম্পাদক মুফতী কাউসার আহমেদ চাঁদপুরী, ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমুখ।</p>