<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মনে করুন, সারা দিনের খাটা-খাটনির পর ঘরে ফিরে ফ্রেশ-ট্রেশ হয়ে ছেলেমেয়ে ও তাদের মা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">র সঙ্গে একসঙ্গে বসে রাতের খাবার খেয়ে টিভি দেখতে বসেছেন। টিভিতে আপনাদের প্রিয় একটি ড্রামা সিরিয়াল দেখাচ্ছে। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি ধারাবাহিক নাটক। এটা সচরাচর আপনারা </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মিস্</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> করেন না। সবাই ড্রয়িং রুমে আরাম করে বসে নাটকটি আপনারা তারিয়ে তারিয়ে দেখেন গল্পগুজব করতে করতে। মধ্যবিত্ত পরিবারের সীমিত সংখ্যক বিনোদন অনুষ্ঠানের মধ্যে এটিও একটি। আর ধারাবাহিকটি যদি হয় হুমায়ূন আহমেদের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এইসব দিনরাত্রি</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বা ওই রকম কিছু, তাহলে তো আর কথাই নেই। যত ব্যস্ততাই থাকুক পরিবারের সবার ওটা দেখা চাই-ই চাই।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাটক বা যেকোনো টিভি অনুষ্ঠানের মাঝে মাঝে থাকে বিজ্ঞাপন-বিরতি। তা সেদিন আপনারা যখন নাটকটি দেখছিলেন তখন এক সময় ঝপ করে একটা বিরতি হলো বিজ্ঞাপনের জন্য। ওই বিজ্ঞাপনচিত্রে দেখা গেল আপনাদের পরিবারের মতো ক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জন একটা ঘরে বসে গল্পগুজব করছে। তাদের মধ্য থেকে একটি উঠতি বয়েসী মেয়ে হঠাৎই আসন ছেড়ে উঠে পাশের একটি ঘরের আড়ালে গিয়ে তর্জনী বাঁকিয়ে সমবয়েসী এক তরুণকে উঠে আসার জন্য ইশারা করছে। ছেলেটি ইশারায় সাড়া দিয়ে কাউকে কিছু না বলে প্রসন্নবদনে চলে গেল মেয়েটির কাছে। মেয়েটির আঙুল-বাঁকানো, অর্থপূর্ণ দৃষ্টির আহ্বান কোনো ভদ্রসমাজের মেয়ের মতো নয়, এটা যেন কোনো নিষিদ্ধ পল্লীর বারবনিতার ভঙ্গিমা। কিন্তু এহ বাহ্য। এর পরের দৃশ্যটি রীতিমতো আপত্তিকর। সেই তরুণ-তরুণী দু</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জন দাঁতের মাজনটির </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাহাত্ম্য</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বোঝাতে গিয়ে পরস্পর পরস্পরের চোখে চোখ রেখে প্রায় গা-ছোঁওয়া ছোঁওয়ি দূরত্বে দাঁড়াল, নেপথ্যে শোনা যেতে লাগল মাজনটি সম্বন্ধে গুণবাচক বর্ণনা। দৃশ্যটি দেখে আপনার ক্লাস ফোরে পড়ুয়া মেয়েটি ফিক করে হেসে দিল।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">না পাঠক, এটি কোনো সিনেমা বা নাটকের দৃশ্য নয়। এটি একটি পণ্যের বিক্রয় বাড়ানোর জন্য টিভি বিজ্ঞাপন। এটি হওয়ার কথা সম্পূর্ণ আদিরস বর্জিত নির্দোষ একটি অণুনাটিকা। এ ধরনের অন্যান্য অনেক পণ্য, যেমন প্রসাধনী সাবান, স্নো, পাউডার, সুগন্ধি দ্রব্য ইত্যাদির বিজ্ঞাপনচিত্র টিভির পর্দায় আমরা সব সময়ই দেখে থাকি। কই, কোথাও তো এমন যৌন আবেদনময় প্রদর্শনী চোখে পড়ে না। তবে হ্যাঁ, যে কম্পানি এই পণ্যটির এহেন প্রচার চালিয়ে যাচ্ছে, কেন জানি এই তরিকাটিই তাদের বিশেষ পছন্দের। ক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দিন আগেও ঢাকার টিভি চ্যানেলগুলোতে তারা একটি সুপরিচিত প্রসাধনী সাবানের বিজ্ঞাপনে প্রতিবেশী ভারতের এক সুন্দরী ধনাঢ্যা অভিজাত পরিবারের কুলবধূ নায়িকার বাথটাবে স্নানরতা অবস্থার ছবি দেখিয়ে বাংলাদেশের আবালবৃদ্ধবনিতার রুচিতে ফাটল ধরাতে সচেষ্ট ছিল। এতে করে বাংলাদেশে ওই পণ্যের বিক্রয় কতটুকু বেড়েছিল জানি না, তবে মার্জিত রুচি ও কৃষ্টি-সংস্কৃতির জন্য সুপরিচিত বাঙালিরা নিশ্চয় ওটা ভালোভাবে নেয়নি। সেই সঙ্গে নবাব পরিবারের ওই সুন্দরী নগ্নিকা অভিনেত্রী বধূমাতার </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দুগ্গা হইসার লাই</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> (প্রিয় নোয়াখালীর আঞ্চলিক ভাষা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অর্থ : দু</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টো পয়সার জন্য) কী করে অত অধঃপতন (নাকি </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাথটাব পতন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">?) হলো তাও বুঝি না। ইদানীং অবশ্য ওই বিজ্ঞাপনটি আর দেখা যায় না।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><img alt="বিজ্ঞাপনে অশ্লীলতার ভাইরাস নির্মূলের ব্যবস্থা নিন" height="315" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/1.Print/2024/10.October/25-11-2024/Untitled-1.jpg" style="float:left" width="321" />আমি আজ যে প্রসঙ্গ নিয়ে কলম ধরেছি তা নিয়ে এই কলামে আগেও লিখেছি। বিশেষ করে স্নানরতা নায়িকার ওই পূর্বোক্ত বিজ্ঞাপনটি যখন পুনঃ পুনঃ প্রচারিত হতে লাগল তখন। আমি খুবই পীড়িত, দুঃখিত ও দুশ্চিন্তিত বোধ করেছি আমার দেশের তরুণ-তরুণী টিভি দর্শকদের জন্য। আমার মতো প্রবীণদের নিয়ে আমার দুশ্চিন্তা নেই। তাঁরা অনেক ঘাটের পানি খেয়ে চুল পাকিয়েছেন। এসব বিজ্ঞাপন-টিজ্ঞাপনে কাতর হওয়ার সময় তাঁদের নেই, তাঁরা এখন অহোরাত্র দ্রব্যমূল্য, মেয়ের বিয়ে, ছেলের বেকারত্ব, পরকালের চিন্তা ইত্যাদি নিয়ে ব্যস্ত। কিন্তু স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া ও তাদেরই ছেলেটি বা মেয়েটির বিপথগামী হওয়ার ম্যালা রসদ আছে এই সব বিজ্ঞাপনে, দেশি-বিদেশি চলচ্চিত্রে। আমরা জানি, যেকোনো ছায়াছবি, নাটক ইত্যাদি সাধারণ্যে প্রদর্শন/উপস্থাপন/প্রচারের আগে একটি সরকারি প্রতিষ্ঠানের কাছ থেকে ছাড়পত্র সংগ্রহ করতে হয়। সেই প্রতিষ্ঠান, যাকে বলা হয় সেন্সর বোর্ড, অনুমোদন দিলেই একটি সিনেমা প্রদর্শন করা যায়। ওই বোর্ড গঠিত হয় দেশের বিশিষ্ট বিদ্বজ্জনদের নিয়ে। তাঁদের যোগ্যতা বা অভিজ্ঞতা মোটামুটি প্রশ্নাতীত। কিন্তু আমরা অবশ্যই অবাক হই যখন দেখি একটি সিনেমা বা বিজ্ঞাপনচিত্রে অশালীন ও কুরুচিপূর্ণ দৃশ্য সংযোজিত হয়। সিনেমার বেলা সেন্সর বোর্ডের কাঁচি ফাঁকি দিয়ে সাধারণত ওই ধরনের দৃশ্য জুড়ে দেওয়া যায় না। তবু কাহিনির প্রয়োজনে কখনো-সখনো হয়তো একটু-আধটু আপত্তিকর অঙ্গভঙ্গি কর্তৃপক্ষ মেনে নেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চলচ্চিত্রের বৃহত্তর পরিসরে যা </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হালাল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মনে হতে পারে, নিজ বাড়িতে আবালবৃদ্ধবনিতার পারিবারিক পরিমণ্ডলে সেটাই দৃষ্টিকটু ও সামাজিক নীতিবিগর্হিত। সিনেমা বা নাটক নির্মাণ করা হয় গণপ্রদর্শনীর জন্য। সব বয়সের দর্শকের সমাগমে একটি প্রেক্ষাগৃহে তা প্রদর্শিত হয়। ওখানে প্রাইভেসির কোনো ব্যাপার নেই। পুরো ব্যাপারটাই কমার্শিয়াল এবং বিনোদনধর্মী। অন্যদিকে টিভির অনুষ্ঠান প্রচারিত হয় কেবলমাত্র টেলিভিশন নামক একটি চৌকোনো সম্প্রচারযন্ত্রের মাধ্যমে, যার দর্শক বা শ্রোতার সংখ্যা সচরাচর সীমিত। বাংলাদেশে এই যন্ত্রের আবির্ভাব ঘটে ১৯৬৪ সালে, পাকিস্তানি আমলে। তখন পাকিস্তান টেলিভিশন, সংক্ষেপে পিটিভি (বর্তমান বিটিভি), ছিল একমাত্র টেলিভিশন কেন্দ্র। দেশে বেসরকারি মালিকানাধীন টিভি কেন্দ্র চালু হয় নব্বইয়ের দশকে। সেই সঙ্গে শুরু হয় বিভিন্ন চ্যানেলের মধ্যে বাণিজ্যিক প্রতিযোগিতা। আসতে শুরু করে ঝাঁকে ঝাঁকে দেশি-বিদেশি বিজ্ঞাপন চিত্র, বিশেষ করে বহুজাতিক কম্পানিগুলো, যাদের কারো কারো নামও এদেশের সাধারণ মানুষ আগে কখনো শোনেনি, তারা দোর্দণ্ড প্রতাপে দখল করল টিভির পর্দা তাদের পণ্যের প্রচারের জন্য। এই সব  কম্পানির কাজকর্ম পরিচালিত হয় তাদের দিল্লি-মুম্বাই-কলকাতার প্রধান অথবা আঞ্চলিক কার্যালয় থেকে। তাদের মূল ব্যবসা যেহেতু ভারতের দেড় শ কোটি মানুষকেন্দ্রিক অতএব বিজ্ঞাপনচিত্রে ভারতীয় কৃষ্টি-সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিক নয় এমন যেকোনো কিছুর প্রদর্শনী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তা বাথটাবে স্নানরতা রমণীই হোক বা উঠতি বয়সী তরুণ-তরুণীর আপত্তিকর অঙ্গভঙ্গিই হোক</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তারা নির্বিবাদে চালিয়ে যেতে পারে। কিন্তু ওই একই বিজ্ঞাপন সীমান্ত পাড়ি দিয়ে শতকরা নব্বই জন মুসলমানের আবাসভূমি বাংলাদেশে প্রবেশ করলে অবশ্যই </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গেল গেল</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> রব উঠবে। এবং উঠছেও বটে। বহুজাতিক কম্পানিগুলোর কর্তাব্যক্তিরা নিশ্চয়ই স্বীকার করবেন দিল্লি-মুম্বাই-চেন্নাইয়ের মানুষের কৃষ্টি-সংস্কুতি আর ঢাকা-চট্টগ্রাম-সিলেটের মানুষের কৃষ্টি-সংস্কৃতি এক নয়। এমনকি কলকাতার বাংলা ভাষাভাষী মানুষের অন্তরে মিল-মোহাব্বত যতই থাকুক না কেন, ভাষা-ঐতিহ্য-কৃষ্টি-সংস্কৃতিগত কারণে মুম্বাই-দিল্লি-চেন্নাইয়ের সঙ্গে তাদের আত্মীয়তা তেল আর জলের মতো। সেই ক্ষেত্রে তাঁরা কী করে ভাবলেন জারি-সারি-ভাটিয়ালি-ভাওয়াইয়া এবং লালন-হাসন-রাধারমণের দেশের মানুষ এই সব যৌন আবেদনমূলক বিজ্ঞাপন দেখে তাদের পণ্য কেনার জন্য হামলে পড়বে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অবশ্য পরের মানুষের ওপর ঝাল ঝাড়ার আগে নিজের ঘরের দিকে একবার দৃষ্টি দেওয়া উচিত। ওরা তো ব্যবসায়ী মানুষ। নিজেদের ব্যবসা বাড়ানোর জন্য তারা তো এগুলো করবেই। এতে করে আমাদের ছেলেমেয়েরা যদি গোল্লায় যায়, তাহলে তাদের বয়েই গেল। কিন্তু আমার নিজের দেশে কি এই সব অনাসৃষ্টি রোধ করার কেউ নেই? জনগণের গাঁটের পয়সায় পালিত সরকারি মন্ত্রণালয়-দপ্তর-অধিদপ্তর, দেশি-বিদেশি অর্থ সাহায্যে পরিপুষ্ট দেশজ কৃষ্টি-সংস্কৃতির মালিক-মোখতার প্রতিষ্ঠানগুলো এগুলো কি দেখেও দেখে না? কেন আপনারা দুষ্ট লোককে নানা রকম বাজে কথা বলার সুযোগ দেন? তারা কেন বলবে আপনারা নাকি মাল্টিন্যাশনাল কম্পানিগুলোর নিয়মিত সেবাগ্রহীতাদের তালিকায় আছেন?</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে হ্যাঁ, এটাও ঠিক, মাল্টিন্যাশনালদের ওই মুষ্টিমেয় কয়েকটি শ্লীলতাবর্জিত বিজ্ঞাপন ছাড়া বাংলাদেশি নির্মাতাদের প্রচারিত দেশি বিজ্ঞাপনগুলোর সবগুলোই পরিচ্ছন্ন। কোনো কোনোটা রীতিমতো বুদ্ধিদীপ্ত, হৃদয়গ্রাহী ও উপভোগ্য।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কর্তৃপক্ষের কাছে বিনীত আরজ, টিভি বিজ্ঞাপনে অশ্লীলতার ভাইরাস নির্মূলের ব্যবস্থা নিন। অন্যথায় তরুণদের বিপথে যাওয়া ঠেকাতে পারবেন না।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমাদের মনে রাখতে হবে, এদেশের সভ্যতা-সংস্কৃতি, কৃষ্টি-ঐতিহ্যের শিকড় ইউরোপ-আমেরিকা বা দিল্লি-মুম্বাইয়ে প্রোথিত নয়, এটা প্রোথিত মুক্তিযুদ্ধের লাখো শহীদের রক্তস্নাত গাঙ্গেয় বদ্বীপের পলিমাটিতে, যে মাটি আমার সোনার চেয়েও বাড়া।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লেখক : সাবেক সচিব, কবি </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">mkarim06@yahoo.com</span></span></span></span></p> <p> </p>