<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাংলাদেশের অনেক কীর্তিমান ক্রিকেটারেরই মাঠ থেকে বিদায় নেওয়ার সুযোগ হয়নি। নীরবেই সরে যেতে হয়েছে তাঁদের। সাকিব আল হাসানের সেই সৌভাগ্য হতে হতেও হলো না। অথচ বিদায়ের মঞ্চ যেমন প্রস্তুত ছিল, তেমনি বীরমাল্যও। ১৭ বছর ধরে দেশের ক্রিকেটকে অকাতরে দিয়ে যাওয়ার বিপরীতে সেটি তাঁর প্রাপ্যই ছিল। তা নিতে দেশ থেকে ঘণ্টা পাঁচেকের দূরত্বে চলে এসে জানেন যে তাঁর জন্য আচমকাই মাতৃভূমির দুয়ার বন্ধ হয়ে গেছে। আগের দিন তাঁকে খেলতে না দেওয়ার জন্য মিরপুরে বিক্ষোভ হয়েছে। গতকাল আবার সাকিবকে খেলানোর দাবিতে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সাকিবিয়ান</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> নামে তাঁর ভক্তদের ভিড়টা বিরুদ্ধচারীদের চেয়ে ঢের বেশিই ছিল। তাতে অবশ্য তাঁর ভাগ্য বদলায়নি। তাঁকে আসতে না দেওয়া নিয়ে আলোচনা-সমালোচনায় এই অলরাউন্ডারের প্রস্থানও তাই বেশ সরবেই হলো, নীরবে নয়, যা বাংলাদেশের ক্রিকেট প্রেক্ষাপটে সাকিবের নজিরবিহীন সাফল্যের মতোই বেনজির। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এভাবে কারো বিদায় নেওয়ার উদাহরণও খুঁজে পাওয়া দায়। </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিদায়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বলার কারণ দেশে ফিরতে না পারলে কানপুর ম্যাচ তাঁর ক্যারিয়ারের শেষ টেস্ট হবে বলে জানিয়েছিলেন নিজেই। আন্তর্জাতিক টি-টোয়েন্টিও ছেড়ে দেওয়া সাকিব এই পরিস্থিতিতে বিপিএল খেলতে আসতে পারবেন কি না</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এখন ঘোরতর সংশয় তা নিয়েও। চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত কোনো ওয়ানডে-ই দেশে নেই। সে ক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে  দেশের বাইরে থেকে খেলার অনুমোদন তাঁকে দেওয়া হবে কি না, বিসিবিরও সেই সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে। আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে সাকিবের ক্রিকেট আটকে গেল তাঁর রাজনৈতিক পরিচয়েই। </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অথচ পুরো ক্যারিয়ারে তাঁকে আটকানো গেছে সামান্যই। নানা বিতর্কেও নয়। যদিও সাফল্য আর বিতর্ক তাঁর হাত ধরাধরি করেই চলেছে। তাই নন্দিত হয়েও তিনি ছিলেন নিন্দিত। প্রশংসিত হয়েও সমালোচিত। আলোচিত হয়েও বিতর্কিত। এমনকি ক্রিকেটেও নিয়ম ভাঙার অনিয়মে শাস্তি যেমন জুটেছে, তেমনি ফিরেই এমন পারফরম করেছেন যে ক্রিকেটসমাজ তাঁকে অপত্য স্নেহে বরণ করে নিতে বাধ্য হয়েছে। ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফটোসেশনে অংশ না নিয়ে এবং দলের সঙ্গে একই ফ্লাইটে না গিয়ে তীব্র সমালোচিত খেলোয়াড়টিই ইংল্যান্ডে গিয়ে অভূতপূর্ব পারফরম্যান্সের স্বর্গ ছুঁয়ে আসেন। এর কয়েক মাসের মধ্যেই আবার জুয়াড়ির সঙ্গে যোগাযোগের খবর গোপন করার অপরাধে নিষেধাজ্ঞার নরকবাসও পেতে হয় তাঁকে। সেটি ভোগ করার পর সাদরে গৃহীত হতেও সময় লাগেনি তাঁর। এমনকি দেরি হয়নি নেতৃত্ব ফিরে পেতেও। তা-ও আবার বেটিং সাইটের অঙ্গ প্রতিষ্ঠানের সঙ্গে তুমুল বিতর্কিত চুক্তি থেকে বেরিয়ে আসা মাত্রই। সেই সঙ্গে ব্যবসায়ী পরিচয়েও পদে পদে বিতর্কের দ্বার খুলে দিতে অভ্যস্ত সাকিব বরাবরই ক্রিকেট মাঠে অমূল্য থেকে গেছেন। এতটাই যে দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর বাইরে থেকেই দিব্যি খেলে আসছিলেন তিনি। এত দিন দেশে খেলাও ছিল না। খেলা এসে যেতেই আর দেশে ফিরতে পারলেন না। এত দিন কোথাও না আটকানো সাকিব </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিতর্কিত</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> রাজনৈতিক পরিচয়ের ফাঁদেই পড়লেন শেষ পর্যন্ত। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তাঁর নীরবতার পেছনে আওয়ামী লীগের সংসদ সদস্য পরিচয়টি নিশ্চিতভাবেই বড় ভূমিকা রেখেছে। রক্তাক্ত জুলাইয়ে তাঁর স্ত্রীর পরিবার নিয়ে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দারুণ সময়</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> কাটানোর ছবি এবং পোস্টও মানুষের আবেগের বিপরীতে নিয়ে বসিয়েছে সাকিবকে। সেসবের প্রতিক্রিয়ায় দেশে ফেরার সময় তাই ক্রিকেটার নয়, বড় হয়ে গেলেন রাজনীতিক সাকিব। অথচ এই পরিচয়টি তাঁর সর্বোচ্চ সাত মাসের। আশ্চর্যের ব্যাপার, বিতর্কের জোগান দেওয়ায় অপ্রতিদ্বন্দ্বী এই ক্রিকেটারের রাজনৈতিক পরিচয়ে কোনো বিতর্ক নেই। অবশ্য সংসদ সদস্য হওয়ার পর বেশির ভাগ সময় খেলা নিয়ে দেশে এবং দেশের বাইরে ব্যস্ত থাকায় ওই পরিচয়ে খবরের শিরোনামও হননি তেমন। হলেন এমন সময়ে, যখন মাঠ থেকে বিদায় নেওয়ার সৌভাগ্য মুখ তুলেও ফিরিয়ে নিল!</span></span></span></span></p>