<p>ক্রীড়া প্রতিবেদক : অনুশীলন শুরুর আগে প্রায় আধা ঘণ্টা তাত্ত্বিক ক্লাস নিলেন ভ্যালেরিও তিতা। কী করাতে যাচ্ছেন তা নিয়ে শিষ্যদের পরিষ্কার ধারণা দেওয়া। অনুশীলন মাঠের পাশে ক্লাস নেওয়ার মতো তেমন একটা কক্ষও তৈরি হয়েছে। অস্কার ব্রুজোন সাধারণ দল নিয়ে মাঠে নেমে পড়তেন, সেখানেই গোল হয়ে শিষ্যরা কিছুক্ষণ কোচের নির্দেশনা শুনে নিতেন। গতকাল কিংসের অনুশীলনে নতুন কোচ তিতাকে মনে হলো আরো বেশি গুছিয়ে কাজ করতে পছন্দ করেন তিনি।</p> <p>এ কারণে ব্রাজিলিয়ান তিন ফুটবলারকে এখনো দলে না পেয়ে বেশ অস্বস্তিতেই আছেন বলে জানা গেছে। সেটি হওয়ারই কথা। মাঝমাঠ নিয়ে কাজ করতে গেলে মিগেল ফিগেইরাকেই তাঁর বেশি প্রয়োজন, রবসন রোবিনহোকে যেমন প্রয়োজন আক্রমণভাগ ঠিকঠাক করতে। ২৭ আগস্ট কাজ শুরু করে এখন লেবাননের নেজমেহসহ চ্যালেঞ্জ লিগের প্রতিপক্ষ সম্বন্ধে ধারণা দেওয়া শুরু করেছেন তিনি শিষ্যদের। সেখানে পরিকল্পনা অসম্পূর্ণ থেকে যাচ্ছে নিশ্চিত গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়কে দলে না পেয়ে। কিংস ম্যানেজম্যান্টের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কিছু দিনের মধ্যেই তাঁরা ঢাকায় আসবেন। আগামী ১১ অক্টোবর ঘরোয়া মৌসুম শুরু এক ম্যাচের চ্যালেঞ্জ কাপ দিয়ে। ১৫ অক্টোবর ফেডারেশন কাপ। লিগ শুরু ১৮ অক্টোবর। ভুটানে চ্যালেঞ্জ লিগের জন্য রওনা হওয়ার আগে ঘরোয়া আসরে তাই অন্তত দুটি ম্যাচ খেলতে পারছে কিংস। নতুন কোচের অধীনে সে দুটি ম্যাচ এএফসির আসরের প্রস্তুতি ম্যাচও হতে যাচ্ছে কিংসের জন্য।</p> <p>সিনিয়র খেলোয়াড় তপু বর্মণও বলেছেন, তিতার মূল মনোযোগ চ্যালেঞ্জ লিগেই, ‘কোচের কথা, বসুন্ধরা কিংস ঘরোয়া লিগের সেরা দল, সব ট্রফি জিতেছে—এসবই তাঁর জানা। কিন্তু এএফসি কাপে আমরা যেটা এখনো করে দেখাতে পারিনি, চ্যালেঞ্জ লিগে সেটিই তিনি করে দেখাতে চান।’ এএফসি কাপে তিনবারের চেষ্টায় গ্রুপপর্বের গণ্ডি পেরোনো হয়নি কিংসের। থিম্পুতে চ্যালেঞ্জ লিগে নেজমেহ, ইস্টবেঙ্গল ও পারো এফসিকে পেছনে ফেলে সেই লক্ষ্যই কিংসের। এবার ‘ওয়েস্ট জোন’-এর তিন গ্রুপ থেকে অবশ্য সেরা একটি রানার্স আপ দলও সুযোগ পাবে কোয়ার্টার ফাইনালে।</p> <p>ব্রুজোন যা করে দেখাতে পারেননি, তিতার সেই মিশনে ফুটবলাররা কিছুটা নতুনত্বও পাচ্ছেন। সহকারী কোচ সৈয়দ গোলাম জিলানী যেমন বলেছেন, ‘একই সঙ্গে ওপরে ওঠা-নামা করে খেলার ধরনটা এক থাকলেও তিতা জোর দিচ্ছেন দ্রুত পাস খেলার। এক টাচ, দুই টাচের বেশি বল ধরে রাখা তাঁর পছন্দ।’ তিতা নিজে যদিও এসব বিষয়ে কথা বলতে এখনো রাজি হননি।</p>