<p>চট্টগ্রাম আদালতের ক্লার্ক অ্যাসোসিয়েশন অফিসের (মুন্সি সমিতি) নথিপত্র আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে সমিতির অফিসের সামনে এই ঘটনা ঘটে।</p> <p>চট্টগ্রাম আদালত ক্লাক অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল ইসলাম কালের কণ্ঠকে বলেন, ‘আদালত চত্বরে জানাজার পর দুই-তিন শ লোক গিয়ে আমাদের সমিতির অফিস থেকে নথিপত্রসহ বিভিন্ন জিনিস বাইরে এনে জ্বালিয়ে দিয়েছে।’</p> <p>চট্টগ্রাম আদালতের মুন্সি সমিতির সাধারণ সম্পাদক রিপন কান্তি নাথ সাংবাদিকদের বলেন, ‘আমাদের নথি, ব্যাংকের স্টেটমেন্ট, ডিপিএসের কাগজপত্র ও সমিতির সদস্যদের হিসাবের বই আলমারি ভেঙে বের করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে। আমাদের সমিতিতে গতকাল কোনো বহিরাগত প্রবেশ করেনি। আমাদের সংগঠনে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে।’</p> <p>নাম প্রকাশে অনিচ্ছুক বিক্ষুব্ধ আইনজীবীদের অভিযোগ, ‘মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুরের পর ইসকন সদস্যরা তাকে বহনকারী প্রিজন ভ্যান আটকে বিক্ষোভ করে। এ সময় মুন্সি সমিতির সদস্যরা নিজেদের পোশাক এবং খাবার পানি বিক্ষোভকারীদের সরবরাহ করেছেন বলে অভিযোগ ওঠে। এ ছাড়া তারা উসকানিমূলক বিভিন্ন পোস্টও দিয়েছেন ফেসবুকে। মুনশির পোশাক পরে ইসকনকে সহায়তা করা হয়েছে। তারা আইনজীবীদের অংশ। তারা তো এটা করতে পারেন না। সাধারণ আইনজীবীরা এ নিয়ে ক্ষুব্ধ।’</p>