<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মাদারীপুরে আড়িয়াল খাঁ নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেওয়ায় এলাকাবাসীর ওপর হাতবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে এক গৃহবধূসহ আহত হয়েছেন তিনজন। গত রবিবার রাত ১০টার দিকে সদর উপজেলার তাল্লুক এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের চর কালিকাপুর গ্রামের হবি মালের স্ত্রী চম্পা বেগম (৪০), একই এলাকার সেলিম শিকদার (২৬) ও আব্দুল মাল (৬০)। স্থানীয়রা জানায়, সদর উপজেলার তাল্লুক এলাকায় দীর্ঘদিন ধরে বালু উত্তোলন করে আসছে একটি অসাধুচক্র। রবিবার রাতেও কয়েকটি ড্রেজার মেশিন বসিয়ে সেখানে বালু উত্তোলন শুরু করে তারা। নদের পারের লোকজন বাধা দিলে তাদের ওপর অতর্কিত হাতবোমা নিক্ষেপ করে বালুখেকো ড্রেজার মালিকরা। এতে হাতবোমার আঘাতে এক গৃহবধূসহ আহত হন তিনজন। মাদারীপুর সদর মডেল থানার ওসি আল মামুন বলেন, এ ব্যাপারে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>