<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমার বাবা একজন ভ্যানচালক। মাত্র ১২০ টাকা দিয়ে পুলিশের কনস্টেবল পদে আবেদন করেছিলাম। কখনো ভাবিনি এই সামান্য টাকাতেই চাকরি হয়ে যাবে। আমি নিজে চাকরি পেয়ে বুঝলাম, টাকা ছাড়াও পুলিশে চাকরি সম্ভব।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশের কনস্টেবল পদে নিয়োগ পেয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের রাজধরপুর গ্রামের মিরাজ শেখের মেয়ে মীরা খাতুন এভাবেই তার অনুভূতি প্রকাশ করছিলেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত রবিবার দিবাগত রাত ৯টায় রাজবাড়ী পুলিশ লাইনস ড্রিল সেডে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন রাজবাড়ী পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি শামীমা পারভীন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জানা যায়, এ বছর ২৩ জন পুরুষ এবং আটজন নারী চূড়ান্তভাবে নির্বাচিত হন। পাশাপাশি পাঁচজনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে। ফলাফল ঘোষণার সময় উত্তীর্ণ প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নিজ মেধা ও যোগ্যতায় চাকরি পেয়ে ৩১ জন তরুণ-তরুণী আনন্দে ভাসেন। কেউ কেউ আনন্দে কেঁদে ফেলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ সুপার শামীমা পারভীন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টিআরসি-২০২৪ এর বিভিন্ন ধাপ সফলভাবে সম্পন্ন করে আমরা ৩১ জনকে চূড়ান্তভাবে মনোনীত করেছি। দরিদ্র ও কৃষক পরিবারের সন্তানরাই মূলত এই তালিকায় স্থান পেয়েছেন। নিয়োগ প্রক্রিয়াটি মেধা ও যোগ্যতার ভিত্তিতে সম্পন্ন হয়েছে। এটি আমাদের জন্য গর্বের একটি বিষয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একইভাবে জয়পুরহাটে চাকরি পেয়েছেন ২৬ তরুণ-তরুণী। মেধা এবং যোগ্যতার ভিত্তিতে চাকরীর এমন সুযোগ পেয়ে অনেকে আবেগাপল্পুত হয়েছেন। তাদের কথা, চাকুরীর এ দুর্মূল্যের বাজারে কোন প্রকার তদবির ছাড়াই ১২০ টাকার আবেদন করে চাকুরী মিলবে স্বপ্নেও ভাবেননি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরীক্ষার চূড়ান্ত ফল ঘোষণা করেন জেলা পুলিশ সুপার আবদুল ওয়াহাব।  এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ সুপার আবদুল ওয়াহাব জানান, নিজের যোগ্যতা ও মেধার ভিত্তিতে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> চাকুরী পেয়েছেন ২৬ জন তরুণ-তরুণী। যারা নিয়োগ পেয়েছেন তারা সবাই নিজেদের যোগ্যতায় ও মেধায় উত্তীর্ণ হয়েছেন। </span></span></p>