<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লক্ষ্যমাত্রার অধিক ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীরা জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধ টিকা নিয়েছেন। মাসব্যাপী টিকাদান কর্মসূচি শেষে গতকাল সোমবার এক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়। সভায় জানানো হয়, উপজেলায় মোট ১০ হাজার ৮৮৬ জনকে হিউম্যান পেপিলোমা ভ্যাকসিন (এইচপিভি) দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়। তবে ২৪ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত কর্মসূচি চলাকালে ১১ হাজার ৪০০ জন এ টিকা নিয়েছেন। অর্থাৎ লক্ষ্যমাত্রার চেয়েও বেশি টিকা দেওয়া সম্ভব হয়েছে। অর্জনের হার ১০৫ ভাগ। ১৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম থেকে নবম শ্রেণির শিক্ষার্থী, ১২০টি অস্থায়ী ও একটি স্থায়ী কেন্দ্রে টিকা দেওয়া হয়।</span></span></span></span></span></p>