<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুলাই বিপ্লবে পাবনায় শহীদ মাহবুব হাসান নিলয়ের নামে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেল ৩টায় টুর্নামেন্টটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আবদুল আওয়াল। দুপুর আড়াইটায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর শহীদ মাহবুব হাসান নিলয়ের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। এ সময় উপাচার্য বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি শহীদ নিলয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। তার পরিবার যেন শোক কাটিয়ে উঠতে পারে সেই দোয়া করছি। বিগত সময়ে ফ্যাসিস্ট একটা সরকার ছিল, যারা জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি। যার কারণে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে তাদের বিদায় নিতে হয়েছে। আগামীতেও যারা সরকারে আসবে তাদের জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, না হলে সরকারে টিকে থাকা কঠিন হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> বক্তব্য শেষে উপাচার্য ফুটবল কিকের মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন। ২১ বিভাগকে নিয়ে আয়োজিত টুর্নামেন্টে মোট ২০টি খেলা অনুষ্ঠিত হবে। আগামী ৭ ডিসেম্বর ফাইনাল ম্যাচের মাধ্যমে টুর্নামেন্টের ইতি হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>