<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নেত্রকোনার সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার শিবগঞ্জে সাপ্তাহিক হাটে বেড়েছে পশু কেনাবেচা। উপজেলার বিভিন্ন এলাকা থেকে কৃষক ও খামারিরা তাদের পশু নিয়ে আসেন এই হাটে। কৃষকরা বলছেন আকস্মিক বন্যায় ফসলের ক্ষতির পাশাপাশি পচে গেছে গবাদি পশুর খাদ্য খড়। গোখাদ্যের অভাব আর খরচ মেটাতে না পারায় অনেকেই বিক্রি করে দিচ্ছেন গবাদি পশু।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কৃষক মোহাম্মদ আবুল কালাম লালন-পালনের জন্য চার মাস আগে একটি ফ্রিজিয়াম জাতের দুধের গাভি কিনলেও বন্যার পর খাদ্যের মূল্যবৃদ্ধি আর লালন-পালনের খরচ বেড়ে যাওয়ায় গাভিটিকে বিক্রি করতে হাটে তুলেছেন তিনি। দরদাম শেষে এক লাখ ২৫ হাজার টাকায় বিক্রি হয়েছে তার শখের গাভিটি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবুল কালামের মতো প্রায় সব কৃষকেরই যেন একই অবস্থা। আকস্মিক বন্যার পর গোখাদ্যের সংকটে অনেক কৃষকই এখন দিশাহারা। ফলে হাটগুলোতে তুলনামূলক বেচাকেনা বাড়লেও সে তুলনায় কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না কৃষক ও খামারিরা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তবে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের কথা মাথায় রেখে হাটের ইজারা কর মওকুফ করায় কিছুটা স্বস্তি ফিরেছে হাটের বেচাকেনায়, যার ফলে আগের তুলনায় বেড়েছে বেচাকেনা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিক্রেতারা বলছেন, তৎকালীন ক্ষমতাসীন দলের লোকজন সিন্ডিকেট করে হাট থেকে অতিরিক্ত টাকা আদায় করতেন। আগস্টের পর ইজারাদার পালিয়ে যাওয়ায় বাজার সুশৃঙ্খল ও কৃষকদের কথা চিন্তা করে বিএনপির উদ্যোগে হাটের ইজারা কর মওকুফ করা হয়েছে বলে জানান হাট পরিচালনাকারীরা। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিবগঞ্জ হাট পশুর হাট পরিচালনাকারী খান সুমন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত অক্টোবরে আকস্মিক বন্যায় এ অঞ্চলের কৃষকরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই কৃষকদের কথা মাথায় রেখে আমাদের নেতা বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ভাইয়ের নির্দেশে হাটের ইজারা কর মওকুফ করা হয়েছে। মূলত আমরা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে বাজারটি পরিচালনা করছি। যেন কৃষক ও খামারিরা কোনো ধরনের ভোগান্তি বা হয়রানির মুখোমুখি না হন।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>