<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের শিলং থেকে ১৯৯০ সালে চালু হয় শিলং তীর নামের জুয়া খেলা, যা কালক্রমে অনলাইন জুয়া হিসেবে ভারতের সীমান্ত পেরিয়ে বেপরোয়াভাবে ছড়িয়ে পড়েছে সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে। বিভিন্ন এজেন্ট নিয়োগ করে পাতানো এই খেলায় একদিকে যেমন নিঃস্ব হচ্ছে নিম্ন আয়ের মানুষ, অন্যদিকে জুয়াড়িদের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা হুন্ডির মাধ্যমে ভারতে পাচার হচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই জুয়া খেলার জুয়ারি ও এজেন্টরা লেনদেন করতে ব্যবহার করছে মোবাইল ব্যাংকিং সেবা। সম্প্রতি এই অনলাইন জুয়ায় ১০ টাকায় ৭০০ টাকা, ২০ হাজার টাকায় ১৪০০ টাকা; অর্থাৎ প্রতি টাকার বদলে ৭০ গুণ লাভ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এমন আশায় হুমড়ি খেয়ে অনেকে এর মধ্যেই সবর্স্ব হারিয়ে নিঃশ্ব হয়ে গেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অনুসন্ধানে জানা গেছে, ভারতের শিলং থেকে জুয়ার আধুনিক এই সংস্করণ সীমান্ত পেরিয়ে বর্তমানে ছড়িয়ে পড়েছে উপজেলার মহিষখলা বাজার, গোলগাঁও বাজার, বাঙালভিটা বাজার, বাকাতলা, দাতিয়াপাড়া নতুন বাজার ও হামিদপুর চৌরাস্তা এলাকায়। প্রতিদিনই এসব স্পটে বসে জুয়ার আসর। এসব জুয়ার আসরের এজেন্টের দায়িত্ব নিয়ন্ত্রণ করেন উপজেলা বংশীকুণ্ড উত্তর ইউনিয়নের বান্দ্রা গ্রামের সুজন (৩২), একই গ্রামের উজ্জ্বল (৩১), মোহনপুর গ্রামের আব্দুল আউয়াল (৩৪), কার্তিকপুর বড়ইবাড়ি গ্রামের নয়ন মিয়া (৩১) ও বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের হামিদপুর গ্রামের মিষ্টার মিয়াসহ (৩৫) একাধিক চক্র।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মধ্যনগর থানার ওসি মো. সজীব রহমান কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জুয়ার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>