<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বিভিন্ন হাওর, বিল ও নদীতে চায়নাদুয়ারি জাল পেতে অবাধে পোনা মাছ নিধন করা হচ্ছে। এসব চায়নাদুয়ারি জালে আটকা পড়ে বেঘোরে মারা যাচ্ছে বিভিন্ন প্রজাতির দেশি মাছ, সাপ, কুইচ্চা, কাঁকড়া, ব্যাঙ, শামুকসহ বিভিন্ন জলজ প্রাণী।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয় সূত্রে জানা যায়, কারেন্ট জালের থেকেও ভয়ংকর এই চায়নাদুয়ারি জাল। মাছের জন্য এই জালকে মরণফাঁদ হিসেবেই মনে করছে স্থানীয়রা। শুধু দেশি প্রজাতির মাছ নয়, বরং সব ধরনের জলজ প্রাণী ধরা পড়ছে এই জালে। স্বল্প ব্যয় ও স্বল্প পরিশ্রমে অধিক আয়ের উৎস হওয়ায় জেলেদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠছে এই ভয়ংকর জাল। উপজেলার প্রায় সব হাওর, বিল ও নদীতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এই নিষিদ্ধ জাল।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয়রা জানায়, লোহার রডের চতুর্ভুজ আকৃতির কাঠামোর চারপাশে জাল দিয়ে ঘিরে এই চায়নাদুয়ারি ফাঁদ তৈরি করা হয়। হাওরের বিভিন্ন স্থানে এই চায়নাদুয়ারি জাল ব্যবহার করে নির্বিচারে মাছ নিধন করা হচ্ছে। খুব সহজে বেশি মাছ ধরা পড়ায় এই ফাঁদ ব্যবহারে আগ্রহ বাড়ছে জেলেদের।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নের নয়ানগর গ্রামের জেলে জাহেদ আলী বলেন, কয়েক বছর আগেও নদীতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত। বর্তমানে চায়নাদুয়ারি জাল দিয়ে অবাধে মাছ শিকার করার কারণে হাওর, নদীতে মাছ কমে গেছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ওই ইউনিয়নের আদর্শ গ্রামের জেলে আনিস মিয়া বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অল্প পরিশ্রমে বেশি মাছ ধরার আশায় অসাধু জেলেরা চায়নাদুয়ারি জাল ব্যবহার করছে। এতে করে জালে পোনাসহ জলজ উদ্ভিদ ধরা পড়ছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মধ্যনগরের অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গিয়াস উদ্দীন কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চায়নাদুয়ারি ও নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহারকারী জেলেদের বিরুদ্ধে অভিযান চলমান আছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>