<p>যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় অনুযায়ী দেশটির ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা (বাংলাদেশ সময় বিকেল ৫টা) থেকে নিউ হ্যাম্পশায়ারে প্রথম ভোটগ্রহণ শুরু হয়।</p> <p>রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মধ্যে কঠোর প্রতিদ্বন্দ্বিতার এই নির্বাচনে আমেরিকানরা যেকোনো একজনকে বেছে নেবেন। এরই মধ্যে ৮২ মিলিয়নেরও বেশি মানুষ আগাম ভোটে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে।</p> <p>এবারের নির্বাচনী প্রচারণায় ট্রাম্পকে হত্যাচেষ্টার দুটি ঘটনা, প্রেসিডেন্ট জো বাইডেনের আকস্মিক সরে দাঁড়ানো এবং কমলা হ্যারিসের দ্রুত উত্থান উল্লেখযোগ্য বিষয় ছিল। বিলিয়ন ডলারের ব্যয় ও মাসব্যাপী তীব্র প্রচারণার পর দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করা হচ্ছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="যুক্তরাষ্ট্রের ভোটযুদ্ধে গুরুত্বপূর্ণ যত সংখ্যা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730733737-22166c445cedd060e68c4c0dcdb545af.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>যুক্তরাষ্ট্রের ভোটযুদ্ধে গুরুত্বপূর্ণ যত সংখ্যা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/04/1442759" target="_blank"> </a></div> </div> <p>প্রচারণার শেষ দিনগুলোতে দুই প্রার্থীই সাতটি গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যে (আরিজোনা, জর্জিয়া, মিশিগান, নেভাডা, নর্থ ক্যারোলাইনা, পেনসিলভানিয়া ও উইসকনসিন) প্রায় সমানে সমান অবস্থানে ছিলেন, যা বিভিন্ন মতামত জরিপে উঠে এসেছে।</p> <p>এই মূল অঙ্গরাজ্যগুলোর ফলাফল খুব কাছাকাছি হলে বিজয়ীর নাম জানতে কয়েক দিনও লেগে যেতে পারে।</p> <p>সূত্র : এনডিটিভি</p>