<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজবাড়ীর গোয়ালন্দ</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট দিয়ে প্রতিদিন গড়ে এক হাজার ৮০০ যানবাহন থেকে সরকার নির্ধারিত টিকিটমূল্যের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। ট্রাকচালকদের অভিযোগ, সেখানে ট্রাকপ্রতি নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ৫০ টাকা করে আদায় করা হচ্ছে। এতে প্রতিদিন ৩৫ হাজার টাকা হিসেবে মাসে (৩০ দিন) সাড়ে ১০ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন অসাধু লোকজন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ট্রাক ও কাভার্ডভ্যানের কয়েকজন চালক জানান, ফেরির টিকিট কেনার জন্য আর আগের মতো দালাল ধরতে হচ্ছে না। চালক অথবা চালকের সহকারী (হেলপার) সরাসরি কাউন্টারে গিয়ে নিজ হাতে ফেরির টিকিট কিনছেন। তবে ওই কাউন্টার থেকে ট্রাক ও কাভার্ডভ্যানের চালকদের কাছ থেকে সরকার নির্ধারিত ফেরির টিকিটমূল্যের অতিরিক্ত ৫০ টাকা করে ভাড়া আদায় করছে বিআইডব্লিউটিসির লোকজন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ঘাটসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের দূরত্ব মাত্র তিন কিলোমিটার। সেখানে ফেরি পারাপারে সরকার নির্ধারিত পণ্যবাহী তিন টনের ছোট ট্রাকের টিকিটমূল্য এক হাজার ২৫০ টাকা এবং ১০ চাকাবিশিষ্ট পণ্যবাহী যানবাহনের টিকিটমূল্য চার হাজার ৩২০ টাকা। টিকিট কাউন্টারের সামনে ওই ভাড়ার তালিকা টাঙানো থাকলেও পণ্যবাহী ট্রাক ও কাভার্ডভ্যানের চালকের কাছ থেকে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ৫০ টাকা করে আদায় করছে বিআইডব্লিউটিসির অসাধু লোকজন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে বরিশাল সদর থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী চানাচুর বোঝাই কাভার্ডভ্যানের চালক রনি মিয়া বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কাউন্টার থেকে ফেরির টিকিট কিনেছি। টিকিটের গায়ে সিল মারা ২১০০ টাকা লেখা থাকলেও আমার কাছ থেকে ২১৫০ টাকা নিয়েছে। টিকিটের গায়ে স্পষ্ট করে লেখা রয়েছে অতিরিক্ত ৫০ টাকা না দিলে কাউন্টার থেকে টিকিট পাওয়া যাবে না। তাই বাধ্য হয়ে আমার মতো ড্রাইভাররা দৌলতদিয়া ঘাটে এসে অতিরিক্ত টাকায় ফেরির টিকিট কিনছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে বিআইডব্লিউটিসির দেওয়া তথ্য মতে, দৌলতদিয়া ঘাট থেকে ঢাকামুখী যাত্রীবাহী বাস, প্রাইভেট কারসহ বিভিন্ন গাড়ির পাশাপাশি প্রতিদিন (২৪ ঘণ্টায়) গড়ে ৭০০ ট্রাক ও কাভার্ডভ্যান ফেরি পার হয়। সেই হিসাবে পণ্যবাহী ছোট-বড় ট্রাক ও কাভার্ডভ্যানের ফেরি ভাড়ার টিকিট বিক্রি বাবদ প্রতিদিন অতিরিক্ত গড়ে ৩৫ হাজার টাকা আদায় করা হচ্ছে। সে হিসেবে প্রতি মাসে সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ১০ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন বিআইডব্লিউটিসির লোকজন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ব্যাপারে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ সালাহউদ্দিন কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিয়ম অনুযায়ী আকার ও ওজনের ওপর প্রতিটি ট্রাকের ফেরির টিকিটমূল্য নির্ধারণ করা হয়। এ ক্ষেত্রে ট্রাকচালকদের কাছ থেকে নিয়মবহির্ভূত অতিরিক্ত এক টাকাও আদায় করা হয় না। তার পরও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। সত্যতা পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দৌলতদিয়া ঘাটে ট্রাক দালালদের অনেকেই ফের সক্রিয় হয়ে উঠছে। ফেরির টিকিট কিনে দেওয়ার নামে তারা ট্রাকচালকদের কাছ থেকে গোপনে অতিরিক্ত টাকা নিচ্ছে বলে তিনি দাবি করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>