<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বগুড়া শহরের শেরপুর রোড মফিজ পাগলা মোড়ে ডক্টরস ক্লিনিকের ইউনিট-১-এ চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ জনতা ও রোগীর স্বজনরা ক্লিনিকটি ঘেরাও করে মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত রোগীর নাম জাহানারা বেগম। তিনি শহরের ভাটকান্দি এলাকার মৃত আব্দুল বারীর স্ত্রী। জানা গেছে, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে অসুস্থ অবস্থায় জাহানারাকে ওই ক্লিনিকের জরুরি বিভাগে আনা হয়। এ সময় কর্মরত চিকিৎসক রোগীকে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে বসতে বলেন। সেই সঙ্গে চিকিৎসক আরো বলেন, ডা. মামুনুর রশিদ এসে তাঁকে দেখবেন। এর দুই ঘণ্টা পার হয়ে গেলেও ডাক্তার আসেননি। কিন্তু ডাক্তার আসার আগেই জাহানারা মারা যান। পরে চিকিৎসকের অবহেলায় রোগী মারা যাওয়ায় আশপাশের লোকজন ক্লিনিকটি ঘেরাও করে। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা এসে বিক্ষোভ শুরু করেন। ডা. মামুনুর রশিদ বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমি ওই সময় ক্লিনিকে ছিলাম না। রোগী নিয়ে আসার পর ডিউটিরত ডাক্তার দেখেন। এর কিছুক্ষণ পরই রোগী মারা যান।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>