<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজধানীর মিরপুরের ৬ নম্বর সেকশন এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মিমি চায়নিজ পিস্তল উদ্ধার করেছে ডিএমপির মিরপুর মডেল থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১টার দিকে ৬ নম্বর সেকশনের ১ নম্বর ব্লকের এবিএস টাওয়ারের সামনে ময়লার স্তূপ থেকে পিস্তলটি উদ্ধার করা হয়। এদিকে গতকাল শুক্রবার সকালে রাজধানীর উত্তরা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পাইপগান উদ্ধার করেছে ডিএমপির উত্তরা পূর্ব থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। পিস্তল উদ্ধারের বিষয়ে মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত পৌনে ১টার দিকে তরিকুল ইসলাম নামের একজন সিএনজিচালক পথে থাকা কুকুরের জন্য খাবার নিতে এবিএস টাওয়ারের সামনে ময়লার স্তূপে যান। এ সময় তরিকুল ময়লার স্তূপে থাকা একটি নীল রঙের ছেঁড়া গেঞ্জির মধ্যে পিস্তল সদৃশ বস্তু দেখতে পেয়ে মিরপুর মডেল থানায় সংবাদ দেন। সংবাদ পাওয়ামাত্রই মিরপুর মডেল থানার একটি টহল টিম ময়লার স্তূপ থেকে চায়নিজ পিস্তলটি উদ্ধারপূর্বক জব্দ করে।</span></span></span></span></p>