<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বাজার থেকে কেনা আপেল ও মোয়া খেয়ে ঘুমিয়ে পড়েছিল প্রতিবন্ধী মাসুদ রানার দুই সন্তান ইরানী (৫) ও মো. আব্দুল গনি (৪)। কিন্তু ঘুমের মধ্যে অসুস্থ হয়ে পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় দুজনই। একসঙ্গে দুই সন্তান হারিয়ে মা-বাবা এখন পাগলপ্রায়। হৃদয়বিদারক এ ঘটনা জেলার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের চন্দন শ্রী এলাকার। পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে মাসুদ রানার দুই শিশুসন্তান বাজার থেকে কিনে আনা খোলা মোয়া ও আপেল খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত ৩টার দিকে দুজনই অসুস্থ হয়ে পড়লে বুধবার সকালে খুলনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> স্বজনরা। অবস্থার অবনতি হলে তাদের পাঠানো হয় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে। দুপুরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের। নিহতদের বাবা মাসুদ রানা স্থানীয় বাজারের একজন মুদি দোকানদার। মা নার্গিস বেগম কাজ করেন বিভিন্ন বাড়িতে। আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিষাক্ত খাবার খেয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>