<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের অন্তর্গত গয়লার ঘোপ গ্রাম। এই গ্রামটিকে তিন দিক দিয়ে ঘিরে রেখেছে বড়াল নদ। স্থলভাগের সঙ্গে সংযুক্ত শুধু উত্তর দিকের সড়ক যোগাযোগ ব্যবস্থা। অন্য তিন দিকের মধ্যে গ্রামটি থেকে বের হওয়ার দুটি পথ রয়েছে। সেই দুটি পথের প্রধান অন্তরায় নদ। এ দুই পথে বর্ষা মৌসুমে নৌকা এবং শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো পারাপার হয় সাধারণ মানুষ। গয়লার ঘোপের উত্তর পাশে প্রায় ১০টি গ্রামে ২০ হাজারের মতো মানুষের বসতি। এই গ্রামের কৃষিপণ্য দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি হয়। উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে হওয়ায় এসব কৃষিপণ্য খুব কম দামে জামনগর বাজারে ফড়িয়াদের কাছে বিক্রি করতে হয়। অন্যদিকে গ্রামটির পূর্ব-দক্ষিণ কোণে রয়েছে পাঁকা ইউনিয়নের পাঁকা গ্রাম। গয়লার ঘোপের শিক্ষার্থীরা পাশের জামনগর এবং পাঁকা গ্রামের প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও কলেজে পড়ালেখা করে। গয়লার ঘোপ থেকে নদ পার হয়ে মাত্র আধাকিলোমিটার দূরে আড়ানী রেলস্টেশন। অদূরে রয়েছে বাঘার আড়ানীর একটি বিখ্যাত হাট। কিন্তু নিকটবর্তী পাঁকার এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াত, বড়াল পারের পাঁকা হাট, আড়ানীর হাটসহ এ অঞ্চলের মানুষের সঙ্গে যোগাযোগের প্রধান বাধা বড়াল নদ। বর্ষা মৌসুমে নৌকা আর শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে নদ পারাপার হতে হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফলে সাধারণ মানুষেরা প্রায়ই ভোগান্তিতে পড়ে। বিভিন্ন সময় জাতীয় সংসদ, উপজেলা ও ইউনিয়ন পরিষদের প্রার্থীরা নির্বাচনের আগে এলাকাবাসীর দাবির মুখে ব্রিজটি করার প্রতিশ্রুতি দেন। ক্ষমতায়নের পর কেউ তা বাস্তবায়ন করেন না। গয়লার ঘোপ গ্রামের বাসিন্দারা জানায়, ব্রিজের অভাবে তাদের উৎপন্ন কৃষিপণ্য সঠিকভাবে বাজারজাত করতে পারছে না। পাঁকা গ্রামের ব্যবসায়ী আবুল কালাম জানান, ব্যবসার মালপত্র বহনে গয়লার ঘোপের মানুষদের দুর্ভোগ পোহাতে হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ ব্যাপারে জামনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী বলেন, অত্যন্ত জনগুরুত্বপূর্ণ হওয়ায় গয়লার ঘোপ-পাঁকা ঘাটে ব্রিজটি স্থাপন করা প্রয়োজন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>