<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কক্সবাজারের মহেশখালী উপজেলার সোনাদিয়া দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে জলদস্যুর কবলে পড়ে নিখোঁজের চার দিন পর ১৯ জেলের সন্ধান মিলেছে। গত রবিবার সকালে নিখোঁজ জেলেরা মুঠোফোনের মাধ্যমে পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিখোঁজ জেলেরা জানিয়েছেন, সাগরে মাছ ধরার সময় তাঁরা জলদস্যুদের হামলার কবলে পড়েন। এরপর জলদস্যুরা তাঁদের ট্রলারের মেশিন নষ্ট করে দেয়। তখন থেকেই তাঁরা সাগরে ভাসছেন। নেটওয়ার্কের বাইরে থাকায় পরিবারের সঙ্গে এত দিন যোগাযোগ করা সম্ভব হয়নি বলেও জানিয়েছেন তাঁরা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত বৃহস্পতিবার ভোররাতে মহেশখালীর সোনাদিয়া দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় এফবি আল্লাহর দয়া নামের ট্রলারসহ ১৯ জেলে দস্যুদের কবলে পড়েন। দ্রুত ওই স্থান ত্যাগ করতে গিয়ে দস্যুদের ছোড়া গুলিতে বিদ্ধ হন মাঝি। পরে তাঁকে অন্য একটি ট্রলারে তুলে দেওয়া হয়।</span></span></span></span></span></p> <p><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এক পর্যায়ে গুলিবিদ্ধ মাঝিকে দেখে জয়নাল নামের এক জেলে কৌশলে সেই ট্রলারে উঠে পড়েন। অন্যদিকে ১৯ জেলেসহ ট্রলারটি নিয়ে যায় জলদস্যুরা। পরে জয়নাল মাঝিকে বহন করা ট্রলারটি চট্টগ্রামে যাওয়ার পথে বাঁশখালী এলাকায় মাঝি মোকাররম হোসাইন মারা যান।</span></span></p>