<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সলোমন দ্বীপপুঞ্জের কাছে প্রশান্ত মহাসাগরে বিশ্বের সবচেয়ে বড় প্রবালের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। মহাকাশ থেকে এটিকে একটি বড় আকৃতির জীবের মতো দেখায়। গতকাল বৃহস্পতিবার বৈজ্ঞানিক ও শিক্ষামূলক গবেষণা সংস্থা ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি এই কথা জানিয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সংস্থাটি জানায়, প্রবালটির দৈর্ঘ্য ৩২ মিটার (১০৫ ফুট) এবং প্রশস্ত ৩৪ মিটার (১১১ ফুট)। এটিকে প্রায় ৩০০ বছরের পুরনো বলে ধারণা করা হচ্ছে। প্রবালটি মূলত বাদামি রঙের। তবে এতে উজ্জ্বল হলুদ, নীল ও লাল রঙের মিশ্রণ রয়েছে। এটি দেখতে অনেকটা সমুদ্রের ঢেউয়ের মতো। জলবায়ু পরিবর্তনের কারণে অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফসহ বিভিন্ন মহাসাগরে প্রবালগুলো বর্তমানে হুমকিতে আছে। সূত্র : আলজাজিরা</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>