<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হবিগঞ্জে শিলাবৃষ্টিতে ৩৯৯ হেক্টর আমন ও ৮০ হেক্টর জমির শীতকালীন শাক-সবজি নষ্ট হয়েছে। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ, বাহুবল ও বানিয়াচং উপজেলার ওপর দিয়ে শিলাসহ বৃষ্টিপাত ও দমকা হাওয়া বয়ে যায়। এ সময় প্রায় ২০ মিনিট শিলাবৃষ্টি হয়। এতে আমন ও শাক-সবজির ক্ষেত নষ্ট হয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত হয়ে অনেক কৃষকের মাথায় হাত পড়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিলাবৃষ্টিতে জেলায় ৩৯৯ হেক্টর আমন ও ৮০ হেক্টর শাক-সবজি নষ্ট হয়েছে। এর মধ্যে হবিগঞ্জ সদর, শায়েস্তাগঞ্জ ও বাহুবল উপজেলায় ক্ষতির পরিমাণ বেশি। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে টাঙ্গাইলের ধনবাড়ীতে শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার দরিচন্দবাড়ী, কেন্দুয়া, মুসুদ্দি, পাইস্কা, নল্যা, ভলিভদ্র, প্যারিআটা, ভাইঘাটসহ বিভিন্ন এলাকায় টানা প্রায় দেড় ঘণ্টাব্যাপী ভারি শিলাবৃষ্টি হয়। এতে আমন ধান ছাড়াও বিভিন্ন ধরনের শাক-সবজি নষ্ট হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>