<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ বলেছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই ক্যাম্পাসে ছাত্র থাকবে, গবেষণা হবে। কিন্তু কোনো ছাত্ররাজনীতি হবে না। অর্থাৎ ক্যাম্পাস হবে ছাত্ররাজনীতিমুক্ত।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> গতকাল মঙ্গলবার দুপুরে ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। সাংবাদিকদের এক প্রশ্নে উপাচার্য বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষার্থীরা যাতে রাজনীতিসচেতন হন, সে জন্য নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বিশিষ্টজনদের আমন্ত্রণ করে শিক্ষার্থীদের নানা বিষয়ে জ্ঞানদান করা হবে। বিশ্ববিদ্যালয়ভিত্তিক ক্লাব, সমিতি, অ্যাসোসিয়েশনগুলো শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু যবিপ্রবি আইন অনুযায়ী এখানে রাজনীতি করার কোনো সুযোগ নেই।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> মতবিনিময়কালে প্রফেসর ড. শিরিন নিগার, ড. মনিবুর রহমান, ড. কোরবান আলীসহ বিশ্ববিদ্যালয়ের আট ডিন, উপ-রেজিস্ট্রার মো. এমদাদুল হক, প্রফেসর ড. জাফর ইকবাল, সহযোগী অধ্যাপক ড. কালাম হোসেন. ড. সিরাজুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>