<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রংপুর নগরীতে স্বয়ংক্রিয় ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের প্রয়োজনীয় উপকরণ থাকলেও এটি নগরবাসীর কোনো কাজে আসছে না। শুরুতে ভুল নকশায় প্রায় ৩২ লাখ টাকা ব্যয় করে এই প্রকল্পের কাজ শেষ হলেও সঠিক সিস্টেম চালু করতে নতুন করে আরো পাঁচ লাখ টাকা ব্যয় করা হয়েছে। কিন্তু তার পরও চালু হয়নি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নগর ভবনের প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, রংপুর মহানগরীর তিনটি গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে পরীক্ষামূলকভাবে স্বয়ংক্রিয় ট্রাফিক কন্ট্রোল সিস্টেম চালু করতে কাজ শুরু হয় ২০২১ সালের ২৭ জুন। ডিজিটাল ট্রাফিক লাইট ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় ৩১ লাখ ৯৩ হাজার ১১০ টাকা মূল্যের একটি প্রকল্প হাতে নেয় রংপুর নগর ভবনের প্রকৌশল বিভাগ। দরপত্র আহবান শেষে কার্যাদেশ দেওয়া হয় ঢাকার মেসার্স সাঈদ মঞ্জুরুল কবির নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠানকে। ২০২১ সালের সেপ্টেম্বরে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হলেও কার্যাদেশ অনুযায়ী, সেই প্রকল্পের কাজ শেষও হয় ছয় মাস আগে। এত দিন পার হলেও সেই ডিজিটাল সিস্টেম কোনো কাজে আসছে না।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নগর ভবনের একটি সূত্র বলছে, মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের নকশা অনুযায়ী এই কাজ করা হয়েছিল। যে প্রক্রিয়ায় কাজ হয়েছে তা দুই পাশে করার বদলে একপাশে করা হয়েছে। এই ব্যবস্থায় ট্রাফিক নিয়ন্ত্রণ সম্ভব নয়, বরং দুর্ভোগ বাড়বে। এ কারণেই ট্রাফিক বিভাগ সেই কাজ নগর ভবনের কাছ থেকে বুঝে নেয়নি। পরে নতুন করে ফরমেট দেওয়া হয়েছে। তাতে বাড়তি আরো পাঁচ লাখ টাকা খরচ হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে এই ভুল কাজের জন্য নগর ভবন দুষছেন ট্রাফিক বিভাগকে আর ট্রাফিক বিভাগ বলছে, কাজটি করেছে সিটি করপোরেশন।   </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে সিটি করপোরেশনের সদ্যোবিদায়ি প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">টাকা আমাদের, কিন্তু মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের পরামর্শ অনুযায়ী কাজ করা হয়েছে। কাজ শেষও হয়েছিল, কিন্তু পরে তারা বলেছে একপাশে হয়েছে। সেটার কাজও করে দেওয়া হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিটি করপোরেশনের আইটি শাখার ইনচার্জ বেলাল হোসেন বলেন, যে ভুল ছিল সেটা ঠিক করে কিছুদিন চালানো হয়েছে। কিন্তু ছাত্র আন্দোলনের সময় সেগুলো ভেঙে ফেলা হয়েছে।</span></span></span></span></span></p>