<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ঢাকার ধামরাইয়ে কুশুরা এলাকায় অবাধে চলছে জুয়ার আসর। কুশুরা ইউনিয়নের কুশুরা নবযুগ কলেজঘেঁষা বংশী নদীর পশ্চিম পাশে লেবুবাগানের মধ্যে লাখ লাখ টাকার জুয়া খেলা চলে প্রতিদিন। এক মাস ধরে চলছে এই খেলা। জুয়াড়িরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পান না। আর এসব খেলায় উৎসাহ দিচ্ছে বিএনপি-যুবদল নামধারী কয়েকজন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এই খেলা। গাজীপুরের কালিয়াকৈর, টাঙ্গাইলের মির্জাপুর, মানিকগঞ্জের সাটুরিয়া-সিংগাইর ও ঢাকার সাভারসহ আশপাশের উপজেলা থেকে মোটরসাইকেল ও প্রাইভেট কার নিয়ে জুয়াড়িরা জড়ো হয় জুয়ার আসরে। মিথ্যা প্রলোভন দিয়ে উঠতি বয়সের ছেলেদের এই খেলায় আশক্ত করা হচ্ছে। সর্বস্ব হারিয়ে নবাগত জুয়াড়িরা প্রতিনিয়ত খোঁজে নিচ্ছে অসদুপায়। তাদের মধ্যে অনেকেই জুয়া খেলার টাকা জোগাড় করতে এলাকায় চুরি ও ছিনতাইয়ের মতো অপকর্মে লিপ্ত হচ্ছে। এতে এলাকায় আশঙ্কাজনকহারে বাড়ছে অসামাজিক কার্যকলাপ। প্রশাসনের তৎপরতা ও পুলিশি কার্যক্রম গতিশীল না থাকাকে দায়ী করছে এলাকাবাসী। গত শুক্রবার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বারবাড়িয়া এলাকায় একটি যানবাহনের ডিপোতে ডাকাতদল হানা দেয়। সেখান থেকে প্রায় এক কোটি টাকার মালপত্র লুট করা হয়েছে বলে জানা গেছে। এ বিষয়ে থানায় অভিযোগও দেওয়া হয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এলাকাবাসীর মধ্যে আব্দুর রহমান, দেলোয়ার হোসেন, আলাউদ্দিনসহ অনেকেই জানান, প্রতিদিন চলে জুয়া খেলা। এ জুয়ার ফলে সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। পাশেই রয়েছে স্বনামধন্য নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ, কুশুরা আব্বাস আলী উচ্চ বিদ্যালয়, হামিদা আফাজ বালিকা উচ্চ বিদ্যালয় ও কুশুরা দাখিল মাদরাসা। জুয়া খেলার প্রভাব এসব শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের মাঝেও বিরূপ অবস্থার সৃষ্টি করছে। এ ছাড়া সপ্তাহে দুই দিন হাটও বসে কুশুরাতে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জুয়াড়ি এই প্রতিবেদককে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশকে ম্যানেজ করে স্থানীয় নেতা আয়নাল হকের নেতৃত্বে এই খেলা চালাচ্ছি। শুধু পুলিশকে নয়, এলাকার কিছু নেতাকেও টাকা দিয়ে ম্যানেজ করা হয়েছে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শুনেছি কুশুরা এলাকায় জুয়া খেলা হয়। এসবের বিরুদ্ধে অচিরেই অভিযান পরিচালনা করা হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>