<p>ভারতের অন্যতম জনপ্রিয় সিরিজ পঞ্চায়েত। সিরিজটি মানুষের মনে এতোটাই গভীর ছাপ ফেলেছে যে এর প্রতিটি চরিত্রই আলাদা করে জায়গা করে নিয়েছে দর্শকমনে। পরপর তিনটি সফল জিসনের পর নির্মাতারা জানিয়েছিলেন, আরো দুটি সিজন আসবে সিরিজটির। এরপর থেকেই চতুর্থ সিজনের অপেক্ষায় অনুরাগীরা। এবার সুখবর অনুরাগীদের জন্য। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, শুটিং শুরু হয়েছে পঞ্চায়েতের চতুর্থ সিজনের।</p> <p>গতকাল সিরিজের নির্মাতা প্রতিষ্ঠান ‘দ্য ভাইরাল ফিভার’ (টিভিএফ)-এর ফেসবুক পেজে একগুচ্ছ বিহাইন্ড দ্য সিনের ছবি পোস্ট করা হয়েছে। সেখানে দেখা গেছে, সচিব অভিষেক, সহায়ক বিকাশ, পঞ্চায়েত প্রধান ও উপপ্রধানরা ফের মেতে উঠেছেন চেনা চরিত্র নিয়ে।</p> <p>ছবিগুলোর ক্যাপশনে লেখা হয়েছে, ‘এ বুটকুন, ৪ কাপ চায়ের কথা বলে দাও। চতুর্থ সিজনের শুটিং শুরু।’ ছবিগুলো পোস্ট হওয়ামাত্র ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। দর্শক থেকে ভক্ত অনুরাগী, সবাই উচ্ছ্বাস প্রকাশ করছেন। </p> <p>বরাবরের মতো এই সিজনও পরিচালনা করছেন দীপক কুমার মিশ্র। সিরিজটির বিভিন্ন চরিত্রে আছেন জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, সানবিকা, চন্দন রায়, ফয়সাল মালিক প্রমুখ।</p>