<p>ভারতের অন্যতম জনপ্রিয় সিরিজ পঞ্চায়েত। সিরিজটি মানুষের মনে এতোটাই গভীর ছাপ ফেলেছে যে এর প্রতিটি চরিত্রই আলাদা করে জায়গা করে নিয়েছে দর্শকমনে। এবার ভারতের সংসদেও উঠে এলো পঞ্চায়েত সিরিজের প্রসঙ্গ। পঞ্চায়েতের উদাহরণ টেনে ইলেকশন কমিশনকে একহাত নিলেন রাষ্ট্রীয় জনতা দলের এমপি মনোজ কুমার ঝা।</p> <p>নিজের বক্তব্যে এমপি মনোজ কুমার ঝা জানান, তিনি ইলেকশন কমিশনের কাছে একাধিক অভিযোগ জানিয়েছিলেন প্রথম দফার নির্বাচনের সময় কিন্তু সেটার উত্তর নাকি তিনি মাত্র দুদিন আগে পেয়েছেন। এছাড়া লোকসভা নির্বাচনের সময় প্রচার করার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিতর্কিত মন্তব্যগুলো করতেন সেগুলো নিয়েও এদিন প্রশ্ন তোলেন মনোজ।</p> <p>রাষ্ট্রপতির বক্তব্যের পর থ্যাংকস মোশন চলাকালীন মনোজ কুমার ঝা বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘আমি গত পরশু ইমেলের উত্তর পেয়েছি সেখানে আমার নাম, ঠিকানা, ফোন নম্বর জানতে চাওয়া হয়েছে। না মানে কিসের জন্য? এটাই কি সিস্টেম?’ একই সঙ্গে তিনি একটি প্রাক নির্বাচন সার্ভের কথাও তোলেন যেটা লোকনীতি সিএসডিএস করে থাকে। সেখান থেকে জানা গিয়েছে মাত্র ২৮ শতাংশ মানুষ ইলেকশন কমিশনকে বিশ্বাস করেন।</p> <p>মনোজ এদিন পঞ্চায়েত সিরিজের উদাহরণ দিয়ে বলেন, ‘এর থেকে বেশি ভরসা তো পঞ্চায়েত ওয়েব সিরিজের ফুলেরা গ্রামের প্রধানকে সবাই করত।’ </p> <p>পঞ্চায়েত ভারতের অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ, যেখানে প্রধানের চরিত্রটি বেশ মন জয় করেছে দর্শকদের। সরলমনা প্রধান চরিত্রে অভিনয় করেছেন রঘুবীর যাদব। সিরিজটিতে আরো রয়েছেন জিতেন্দ্র কুমার, নীনা গুপ্ত, বিশ্বপতি সরকার, ফয়সাল মালিক, চন্দন রায়, পূজা সিং, সাংভিকার মতো অভিনয়শিল্পীরা।</p>