<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অবশেষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে গণরুম সংস্কৃতি বন্ধের ব্যবস্থা হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী। তিনি জানান, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই বছর থেকে গণরুম সংস্কৃতি বন্ধ হচ্ছে। সব হলের প্রভোস্টদের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। আমরা একটা সিদ্ধান্তে এসেছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে সম্প্রতি নিষিদ্ধ ছাত্রলীগের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি হলের চারটিতেই চলছিল গণরুম সংস্কৃতি। গণরুম সংস্কৃতি চালু রেখে হলে সিট দেওয়া নিয়ে চলত ছাত্রলীগের রাজনীতি। কোনো শিক্ষার্থীকে হলে উঠতে চাইলে তাঁকে অবশ্যই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হতে হতো। এ ছাড়া প্রথম বর্ষে শিক্ষার্থীদের </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ম্যানার</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> শেখানোর নাম করে হলগুলোতে রাতভর চলত শারীরিক ও মানসিক নির্যাতন। এ ছাড়া হলে বিভিন্ন নেতার রুমগুলো ছিল টর্চার সেল। চুন থেকে পান খসলেই চলত নির্যাতন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্প্রতি দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে আমূল পরিবর্তন ঘটেছে। এই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়ে এরই মধ্যে বিভিন্নভাবে আবাসিক চারটি হলের সবগুলো গণরুমই বিলুপ্ত করেছেন শিক্ষার্থীরা। ৫  আগস্টের পর গণরুমে সিট না পাওয়া জুনিয়র শিক্ষার্থীরা নিজেরা সিট বণ্টন করে থাকা শুরু করে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষার্থীরা বলছেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নতুন প্রতিটা ব্যাচ আসার আগে এমনটা প্রতিবছরই শুনি। নতুন প্রশাসন কতটা কার্যকর করতে পারে সেটাই এখন দেখার বিষয়।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর মধ্যে আবাসিক হলসমূহে গণরুম বন্ধসহ ছয়টি সিদ্ধান্তের কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সিদ্ধান্তগুলো হলেও শিক্ষার্থীদের মধ্যে যাঁদের আবাসিক সিট বরাদ্দ নেই তাঁরা হলে অবস্থান করতে পারবে না, শিক্ষার্থীরা অবশ্যই বরাদ্দকৃত হলে অবস্থান করবেন, হলের কোনো কক্ষে হিটার থাকতে পারবে না, হলের কোনো কক্ষে মাদকদ্রব্য পাওয়া গেলে এবং প্রমাণিত হলে ওই কক্ষে অবস্থানরত শিক্ষার্থীর সিট বাতিল করা হবে, হলে কোনো গণরুম থাকতে পারবে না। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিক্ষার্থীরা বলছেন, গণরুম তৈরি হওয়ার পেছনে সময়মতো আবাসিক হলের আসন বরাদ্দ না দেওয়া প্রধান কারণ। আসন বরাদ্দ পেতে তাদের অপেক্ষা করতে হয় পাঁচ-থেকে ছয় মাসের মতো। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আবাসিক হলের সিটসংক্রান্ত সব সমস্যার সমাধানে গত ২৩ সেপ্টেম্বর একটি প্রভোস্ট কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে আছেন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের প্রাধ্যক্ষ মো. জিয়া উদ্দিন এবং সদস্যসচিব হিসেবে আছেন কাজী নজরুল ইসলাম হলের প্রাধ্যক্ষ মোহাম্মদ নাসির হুসেইন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ নিয়ে রেজিস্ট্রার মো. মুজিবর রহমান মজুমদার বলেন, আবাসিক হলগুলোতে শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে গণরুমগুলো বন্ধ করা হয়েছে। এখন থেকে কাউকে হলে উঠতে হলে তাঁকে প্রশাসনের নিয়ম মেনে উঠতে হবে।</span></span></span></span></span></p>