<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">দেশের অন্যতম বৃহৎ শাক-সবজির পাইকারি বাজার কুমিল্লার নিমসারে খাজনা আদায় ও চাঁদাবাজি বন্ধ ঘোষণা করা হয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া জেলার বুড়িচং উপজেলার এ বাজারটিতে দীর্ঘদিন ধরে ইজারার নামে চাঁদাবাজির কারণে ব্যবসায়ী ও কৃষকরা ছিলেন অতিষ্ঠ। এমন পরিস্থিতিতে গতকাল রবিবার সকালে নিমসার বাজারে অভিযান চালিয়েছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্স। এ সময় এই বাজারে ইজারা আদায় ও চাঁদাবাজি বন্ধ ঘোষণা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মাহফুজা মতিন। নিমসার বাজার থেকে চাঁদা ও খাজনা আদায় বন্ধের ঘোষণায় আনন্দ প্রকাশ করেছেন আড়তদার ও ব্যবসায়ীরা। অতিরিক্ত জেলা প্রশাসক মাহফুজা মতিন বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিমসার বাজার থেকে খাজনা আদায় করা যাবে না মর্মে উচ্চ আদালতের নির্দেশনা রয়েছে। এ ছাড়া যারা ইজারা আদায় করত তাদেরও কোনো বৈধতা ছিল না। যার কারণে আজ (গতকাল) থেকে সকল প্রকার খাজনা আদায়সহ চাঁদাবাজি বন্ধ ঘোষণা করা হয়েছে। এত দিন যারা অবৈধভাবে এসব কাজ করেছে</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p>