<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভোলার দৌলতখান উপজেলায় একটি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশি অস্ত্রসহ বাবা ও ছেলেকে আটক করেছে কোস্ট গার্ড দক্ষিণ জোন। আটক ব্যক্তিরা হলেন উপজেলার চরপাতা ইউনিয়নের লোকমান হোসেন (৫০) ও তাঁর ছেলে হাসনাইন (২৩)। গতকাল রবিবার কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট বিএন সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, কিছুদিন ধরে দৌলতখান উপজেলার চরপাতা এলাকায় মেঘনা নদী এবং আশপাশের চরে লোকমান হোসেনের নেতৃত্বে সন্ত্রাসী দল জেলেদের জিম্মি করে চাঁদাবাজি করছে। ভুক্তভোগীরা কোস্ট গার্ডের কাছে সাহায্য চাইলে কোস্ট গার্ড ওই এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার রাত দেড়টা থেকে ভোর ৪টা পর্যন্ত ভোলা বিসিজি বেইসের স্টাফ অফিসারের নেতৃত্বে কোস্ট গার্ড ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্ত্রাসী লোকমান ও তাঁর ছেলে হাসনাইনকে একটি আগ্নেয়াস্ত্র ও ছয়টি দেশি অস্ত্রসহ আটক করা হয়।</span></span></span></span></span></p>