<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চুয়াডাঙ্গার আনসারবাড়িয়া রেলওয়ে স্টেশনের কাছে তেলবাহী আটটি ট্যাংকার লাইনচ্যুত হয়। এ ঘটনায় সারা দেশের সঙ্গে খুলনার ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। বুধবার দুপুর ১২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলওয়ের পাকশীর পরিবহন কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, তেলবাহী ট্রেনটি খালি ট্যাংকার নিয়ে সান্তাহার থেকে খুলনা অভিমুখে যাচ্ছিল। ট্রেনটি চুয়াডাঙ্গা স্টেশন অতিক্রম করার পর আনসারবাড়িয়া স্টেশনের কাছে পৌঁছালে রাত ১টার দিকে আটটি বগি লাইনচ্যুত হয়। রাতেই খবর পেয়ে ঈশ্বরদী ও খুলনা থেকে দুটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। বুধবার দুপুর ১২টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।</span></span></span></span></span></p>