<p style="text-align:justify">যশোরের অভয়নগরে ভ্যান চুরির সন্দেহে ইউসুফ মল্লিক (১৯) নামে মানসিক প্রতিবন্ধী যুবককে গাছে ঝুলিয়ে নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) বিকালে ইউসুফেরে পিতা শরিফ মল্লিক বাদি হয়ে অভয়নগর থানায় মামলাটি করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে আহম্মেদ আলী বেগ (৬০) নামে একজনকে আটক করেছে পুলিশ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ওয়াসার পাইপের টাকাও মেরেছেন সাবেক এমডি তাকসিম!" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/26/1729924383-afa4a62bb358a8e25750827ac7aa11c8.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ওয়াসার পাইপের টাকাও মেরেছেন সাবেক এমডি তাকসিম!</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/26/1439313" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের ইদ্রিস আলী খা’র বাড়ি সংলগ্ন এক মুদি দোকানের পাশে ইউসুফকে নির্যাতন করা হয়। আটক আহম্মেদ আলী বেগ বাগদাহ গ্রামের মৃত মোকসেদ আলী বেগের ছেলে। নির্যাতনের শিকার ইউসুফ মল্লিক একই গ্রামের শরিফ মল্লিকের ছেলে।</p> <p style="text-align:justify">এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য ফারুক শেখ বলেন, গত মঙ্গলবার রাতে বাগদাহ গ্রামের গোলাম মওলার একটি ভ্যান বাড়ির ভেতর থেকে চুরি হয়। খোঁজাখুঁজির পর চুরি যাওয়া ভ্যানের সন্ধান না পেয়ে প্রতিবেশী যুবক ইউসুফ মল্লিককে সন্দেহ করেন গোলাম মওলা। বৃহস্পতিবার সকালে চোর সন্দেহে ইউসুফকে ওই দোকানের পাশে একটি গাছের সঙ্গে উল্টোকরে ঝুলিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। <br /> এসময় চুরির অপবাদ অস্বীকার করলে গোলাম মওলা, আহম্মেদ আলী বেগসহ দুই থেকে তিনজন ঝুলন্ত ইউসুফকে পিটিয়ে আহত করে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে যায়।</p> <p style="text-align:justify">আহত ইউসুফের পিতা শরিফ মল্লিক বলেন, চোর সন্দেহে আমার মানসিক প্রতিবন্ধী ছেলেকে গাছের সঙ্গ উল্টোকরে ঝুলিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। বিষয়টি জানার পর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছি। নির্যাতনকারীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। আশা করি সুবিচার মিলবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ষষ্ঠ বছরে রংপুর মেট্রোপলিটন পুলিশ, ইমেজ ফেরাতে সবাইকে বদলি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/26/1729923898-6d5c016664cc090360f23259d830bd97.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ষষ্ঠ বছরে রংপুর মেট্রোপলিটন পুলিশ, ইমেজ ফেরাতে সবাইকে বদলি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/26/1439310" target="_blank"> </a></div> </div> <p style="text-align:justify">অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমাদুল করিম কালের কণ্ঠকে বলেন, ‘ভ্যান চোর সন্দেহে গাছে ঝুলিয়ে যুবক নির্যাতনের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত আহম্মেদ আলী বেগকে আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চালাচ্ছে পুলিশ।’</p>