<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহর রংপুর আগমনের প্রতিবাদে বিক্ষোভ করেছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা।</p> <p>আজ শনিবার দুপুর ১২টার দিকে নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। দলের কো-চেয়ারম্যান ও রংপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফার নেতৃত্বে তা অনুষ্ঠিত হয়।</p> <p>এর আগে গত ১৪ অক্টোবর রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের উপস্থিতিতে বিক্ষোভ শেষে রংপুর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে প্রতিবাদসভা করে জেলা ও নগর জাতীয় পার্টি। এ সভায় সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহকে রংপুরে অবাঞ্ছিত বলে ঘোষণা দেন দলের কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা। </p> <p>এর আগে জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর উল্লেখ করে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সংলাপে তাদের অংশ নেওয়ার সুযোগ না দেওয়ার দাবি জানিয়েছিলেন সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। </p> <p>এদিকে আজ শনিবার বিকেলে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সভা করবেন এই দুই সমন্বয়ক। এই খবরে গতকাল শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে জাতীয় পার্টি। তাদের প্রতিহত করার ঘোষণায় আজ ফের বিক্ষোভ করে।</p> <p>তবে জাতীয় পার্টির বিক্ষোভের পরও কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।</p> <p>রংপুরের সমন্বয়ক ইমরান হোসেন বলেন, জাতীয় পার্টি নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। বিকেল ৪টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারকে শিক্ষার্থীদের সঙ্গে আমাদের মতবিনিময় আছে।</p> <p>বৈষম্যবিরোধী আন্দোলনের সভা আর জাতীয় পার্টির বিক্ষোভ নিয়ে নগর পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী বলেন, সার্বিক বিষয়ে আমরা খবর রাখছি। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে এমন পরিস্থিতি নেই। </p>