<p>ময়মনসিংহ থেকে ঈশ্বরগঞ্জ উপজেলার প্রবেশপথে পৌর কবরস্থানের সামনে দত্তপাড়া এলাকায় সড়ক ঘেঁষে আবর্জনার স্তূপ দেখে মনে হবে এটা মহাসড়ক নয়, যেন ভাগাড়। ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওই স্থানে এ রকম চিত্র দেখে বিরক্ত স্থানীয় মানুষ ও পথচারীরা। দুর্গন্ধের বিড়ম্বনায় চলাচলে দুর্ভোগ পোহাতে হয় সবাইকে। স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থী ছাড়াও সাধারণ লোকজনকে নাক চেপে ধরে যাতায়াত করতে হচ্ছে।</p> <p>সরজমিনে গিয়ে দেখা যায়, কুকুর-কাকসহ অন্য প্রাণীরা ভাগাড় থেকে ময়লা টেনে নিয়ে যাচ্ছে। আর ময়লার অর্ধেক পড়ে আছে সড়কে। চলমান যানবাহনের চাকায় পিষ্টে একাকার হয়ে যাচ্ছে সড়ক। মাঝেমধ্যে পিচ্ছিল হওয়ায় দুর্ঘটনায় পড়ছে অনেক যানবাহন। কিছুদিন পর পরই এখানে দুর্ঘটনা ঘটে প্রাণহানির ঘটনাও ঘটছে। ভাগাড়ে সড়ক সংকুচিত হয়ে গেছে। দীর্ঘদিন ধরে উন্মুক্ত স্থানে ময়লা ফেলে রাখায় দুর্গন্ধ ও রোগব্যাধির শঙ্কায় দিনাতিপাত করছেন এলাকাবাসী ও পথচারীরা। </p> <p>স্থানীয়রা জানান, স্থানটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক হওয়ায় সব সময় মানুষ ও যানবাহন এ সড়ক দিয়ে যাতায়াত করে। বাইরের জেলা থেকে এ সড়ক দিয়েই প্রবেশ করতে হয়। ঈশ্বরগঞ্জ পৌরসভা এলাকাটি গুরুত্বপূর্ণ। প্রথম শ্রেণির পৌরসভা হলেও আবর্জনা ফেলার নির্দিষ্ট জায়গা না থাকায় মহাসড়কের পাশেই আবর্জনা ফেলা হচ্ছে। ফলে অনেক ভোগান্তি হচ্ছে।</p> <p>আমিনুল হক নামে এক বাসিন্দা বলেন, সড়কের পাশে কয়েকটি হাসপাতাল, শিল্পকলা একাডেমি ছাড়াও রয়েছে বেশ কয়েকটি খাবার দোকান। বেসরকারি হাসপাতালে অনেক রোগী চিকিৎসার জন্য আসেন। নাক চেপে ধরে রোগী ও অভিভাবকদের স্থানটি পার হতে হচ্ছে। এক লেনের সড়কের অর্ধেক পৌরসভার ময়লা-আবর্জনার দখলে। এ ছাড়া এলাকার মাটি, পানি ও বাতাস দূষিত হয়ে উঠেছে।</p> <p>ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদিয়া তাসমিম মুনমুন জানান, বর্তমানে ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করেছে। এসব ভাগাড় থেকেই মশা-মাছির জন্ম হয়। তা ছাড়া যেখানে-সেখানে ময়লা-আবর্জনা পড়ে থাকলে বায়ুবাহিত রোগ বেড়ে যায়। শ্বাসকষ্ট ও ডায়রিয়া হতে পারে। অচিরেই এর সমস্যার সমাধান না হলে পৌরবাসী বড় ধরনের স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে।</p> <p>ঈশ্বরগঞ্জ পৌরসভার প্রশাসক ইকবাল হোসাইন বলেন, শিগগির এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে স্থানীয়দের সচেতন করা হবে। এ ছাড়া একটি ডাম্পিং জোন তৈরির জন্য শিগগিরই পৌরসভায় একটি বাজেট আসবে বলেও জানান তিনি।</p> <p><br />  </p>