<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজীপুরের কালিয়াকৈরে অতিরিক্ত দামে পণ্য বিক্রির অভিযোগে তিন দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত উপজেলার কালিয়াকৈর বাজারে অভিযান চালিয়ে তিন দোকানিকে ৩৭ হাজার টাকা জরিমানা আদায় করেন। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিল আফরোজ। জানা যায়, কালিয়াকৈর বাজারে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করার খবর পেয়ে রবিবার দুপুরে কালিয়াকৈর নদর বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র অতিরিক্ত দামে বিক্রি করার অভিযোগে হরেকৃষ্ণ সাহাকে পাঁচ হাজার টাকা, প্রদীপ সাহাকে দুই হাজার টাকা এবং মনতোষ পালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ভূমি নাজির আতিকুর ইসলামসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>