<p>মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস ভাগ্য বাংলাদেশের পক্ষে গেছে। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। </p> <p>মিরপর টেস্টে অভিষেক হচ্ছে উইকেটকিপার ব্যাটার জাকের আলীর। তাকে টেস্ট ক্যাপ পরিয়ে দিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ আরেক উইকেটকিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম।  বাংলাদেশের হয়ে টেস্টে ১০৫তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ পাচ্ছেন জাকের। </p> <p><img alt="মীর ফরিদ" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/10/21/my1198/াু্িবটপাক.jpg" width="1000" /></p> <p>স্পিন বান্ধব উইকেটের কথা মাথায় রেখে একাদশে তিন স্পিনার তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানকে রাখা হয়েছে।আর একমাত্র পেসার হিসেবে হাসান মাহমুদকে রেখেছে বাংলাদেশ।</p> <p>আগের দিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বাইরে সাকিবের পক্ষের ও বিপক্ষের মধ্যে ঝামেলার ঘটনা ঘটায় স্টেডিয়াম এলাকায় আজ রাখা হয়েছে ব্যাপক নিরাপত্তা। নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এলাকা।</p> <p><strong>বাংলাদেশ একাদশ</strong> : সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মাহমুদ।</p> <p><br /> <strong>দক্ষিণ আফ্রিকা একাদশ</strong>: টনি ডি জর্জি, এইডেন মারক্রাম (অধিনায়ক), ত্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, রায়ান রিকেলটন, ম্যাথু ব্রিটজকে, কাইলে ভেরাইনে, উইয়ান মুল্ডার, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও ডেন পিয়েডট।</p>