<p>মিরপুরর টেস্টের প্রথম সেশনের শুরুতেই তিন উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। ২১ রানের মধ্যে একে একে সাজঘরে ফিরে গেছেন সাদমান, মমিনুল ও শান্ত। এতে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। তিনটি উইকেটই নিয়েছেন দক্ষিণ আফ্রিকার পেসার উইয়ান মুল্ডার। </p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="বড় জয়ে গাভির প্রত্যাবর্তন রাঙাল বার্সেলোনা" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/21/1729485124-3b013a4a3a50e10c24ad17922af3acc7.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>বড় জয়ে গাভির প্রত্যাবর্তন রাঙাল বার্সেলোনা</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/10/21/1437460" target="_blank"> </a></div> </div> <p>মুল্ডার প্রথম আঘাত হানেন দ্বিতীয় ওভারে। শূন্য রানে আউট হয়ে ফিরেছেন সাদমান ইসলাম। অফ স্টাম্পের বাইরের বল অপ্রয়োজনীয় শট খেলতে গিয়ে দ্বিতীয় স্লিপে ধরা পড়েছেন বাংলাদেশের এই ওপেনার। উইকেটে এসে মমিনুলও ঠিকতে পারলেন না বেশিক্ষণ। ৪ রান করে মুল্ডারের বলে উইকেটকিপার কাইল ভেরেইনাকে ক্যাচ দিয়েছেন তিনি।</p> <p>৬ ওভার শেষ হওয়ার আগেই বাংলাদেশ হারিয়েয়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও। মুল্ডারের বলে শর্ট মিড অফে কেশব মহারাজের তালুবন্দি হন বাংলাদেশ অধিনায়ক।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক হচ্ছে জাকের আলীর" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/21/1729482040-013fbd9c092207ca1cfcfab92d815f71.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, অভিষেক হচ্ছে জাকের আলীর</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/10/21/1437444" target="_blank"> </a></div> </div> <p>এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩০ রানে ৩ উইকেট। ১২ রানে মাহমুদুল হাসান জয় ও ২ রানে মুশফিকুর রহিম ব্যাটিংয়ে আছেন। </p>