<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) সংলগ্ন বিপিএটিসি থেকে বিশমাইল পর্যন্ত এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাই ও নানা ধরনের অপরাধ বন্ধের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করার দাবিও জানান তাঁরা। দাবি আদায়ের লক্ষ্যে গতকাল রবিবার বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী লেনে মানববন্ধন করে শাখা ছাত্রদল। এর আগে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় সংঘটিত ছিনতাইয়ের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে শাখা ছাত্রদলের কর্মী, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৬ ব্যাচের শিক্ষার্থী আদনান করিম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সিঅ্যান্ডবি থেকে বিশমাইল পর্যন্ত এলাকার মধ্যে ছিনতাইয়ের ঘটনা কয়েক বছর ধরে নিয়মিতভাবে ঘটছে। আমরা কয়েকবার সাভার হাইওয়ে থানা ও সাভার মডেল থানায় অভিযোগ করার পরেও তারা কোনো নিরাপত্তার ব্যবস্থা করতে পারেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছেও অভিযোগ করেছি। আজকের পরে যদি এই এলাকায় নতুন কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটে, তাহলে এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।</span></span></span></span></span></p>