<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">লক্ষ্মীপুরের রামগতিতে খাদ্যবান্ধব কর্মসূচির ১২ জন পরিবেশক (ডিলার) আত্মগোপনে রয়েছেন। এ অবস্থায় তাঁদের নামে বরাদ্দ সেপ্টেম্বর মাসের ১৮৮ মেট্রিক টন ৬৪০ কেজি চাল খাদ্যগুদাম থেকে উত্তোলন করা হয়নি। এতে বন্যা-পরবর্তী ছয় হাজার ২৮৮ জন দরিদ্র ও নিম্নআয়ের মানুষ ৩০ কেজি করে চাল বঞ্চিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে। সূত্র জানিয়েছে, রামগতি উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ৩৯ জন পরিবেশক রয়েছেন। তাঁদের বেশির ভাগই আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের কারণে রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিবেশকদের অনেকেই আত্মগোপনে যান। বুধবার পর্যন্ত ২৭ জন পরিবেশক খাদ্যগুদাম থেকে ৩৮৮ মেট্রিক টন ৫০০ কেজি চাল উত্তোলন করেছেন। ১২ হাজার ৯৫০ জন হতদরিদ্র কার্ডধারী মানুষ এ চাল পাবেন। ১২ জন পরিবেশক ১৮৮ মেট্রিক টন ৬৪০ কেজি উত্তোলন করতে পারেননি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রামগতি খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নাইমুল ইসলাম টিটু বলেন, বিভিন্ন সমস্যার কারণে ১২ জন ডিলার চাল উত্তোলন করতে পারেননি।</span></span></span></span></p>