<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতনের পর জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণাসহ দেশের সব উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের অপসারণ করা হয়। অথচ সরকারি জাতীয় তথ্য বাতায়নের ওয়েবসাইটে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য হিসেবে এখনো টিপু মুনশি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ মিলনের ছবিসহ তথ্য দেওয়া রয়েছে। টিপু মুনশিসহ দলীয় নেতাদের প্রতি অতি ভক্তির কারণে রংপুরের পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন এখনো তথ্য হালনাগদ করেননি বলে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ছাত্র-জনতা। সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির মদদপুষ্ট হওয়ায় প্রকাশ্যে অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়া এই নির্বাহী কর্মকর্তার প্রত্যাহারের দাবি জানান তাঁরা। গতকাল বুধবার ওয়েবসাইট ভিজিট করে দেখা যায়, এখনো টিপু মুনশিকে রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনের সংসদ সদস্য হিসেবে দেখানো হচ্ছে। প্রদর্শিত হচ্ছে তাঁর ছবিও। অথচ সাবেক সংসদ সদস্য টিপু মুনশি বর্তমানে গ্রেপ্তার হয়ে জেলহাজতে রয়েছেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাকিবুল ইসলাম নামের এক শিক্ষার্থী বলেন, ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলেও কিছু কর্মকর্তা এখনো ভক্তি দেখিয়ে যাচ্ছেন। তাঁদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাজুল ইসলাম নামের একজন বলেন, ইউএনও টিপু মুনশির মদদপুষ্ট হওয়ায় প্রকাশ্যে নানা দুর্নীতি ও অনিয়ম করেছেন। বিভিন্ন প্রকল্পে নজিরবিহীন দুর্নীতি হয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এ বিষয়ে জানতে পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।</span></span></span></span></p> <p> </p>