<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়কে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। দয়াগঞ্জ ও আগারগাঁওসহ নগরীর বিভিন্ন পয়েন্টে বিক্ষোভের কারণে দিনভর রাজধানীর বিভিন্ন সড়কে ছিল তীব্র যানজট। এ সময় পুুলিশের সঙ্গেও সংঘর্ষ হয়। এতে দুই পুলিশ আহত হওয়ার পাশাপাশি একটি পিকআপ ভ্যান পুড়িয়ে দেন বিক্ষোভকারীরা। বুধবার দুপুর প্রায় ১২টা থেকে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে এ বিক্ষোভ দেখা যায়। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">প্রত্যক্ষদর্শী ও পুলিশ সদস্যরা জানান, রাজধানীর দয়াগঞ্জ মোড় এবং আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সামনের চৌরাস্তায় অবস্থান নেন বিক্ষোভকারীরা। পরে শতাধিক ব্যাটারিচালিত রিকশার মিছিল নিয়ে তারা মিরপুর রোডের কাজীপাড়া ও শেওড়াপাড়া সড়কের মাঝামাঝিতে অবস্থান নেন। এ ছাড়া আগারগাঁও মেট্রো স্টেশন ধরে রিকশার একটি মিছিল চলে যায় শ্যামলী পর্যন্ত। সেখানেও সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করেন। রাজধানীর মূল সড়কে ব্যাটারিচালিত রিকশা নিষিদ্ধের প্রতিবাদের তারা বিভিন্ন স্লোগান দেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">চালকদের দাবি, ব্যাটারিচালিত রিকশা বন্ধ হলে প্রায় লাখো মানুষ কর্মহীন হবে। কাজের বিকল্প কোনো ব্যবস্থা না করে হঠাৎ এমন সিদ্ধান্ত আসায় তা প্রত্যাহারের দাবি জানান তারা। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে রিকশাচালকদের বিক্ষোভের কারণে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজট নিরসনে ট্রাফিক সার্জেন্টরা বিক্ষোভকারীদের সড়ক ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করেন। এতে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা ও পরে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">পুলিশ জানায়, এক পর্যায়ে রিকশাচালকরা ট্রাফিক পুলিশদের অবরুদ্ধ করে রাখেন। তাদের আঘাতে দুজন পুলিশ সদস্য আহত হন। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ সদস্যদের বাধার মুখে দুপুর আড়াইটার দিকে সড়ক ছাড়তে বাধ্য হন তারা। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলেও দীর্ঘ আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে যানজট দেখা যায়। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ট্রাফিক মিরপুর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ইয়াসিনা ফেরদৌস বলেন, প্রথমে আন্দোলনকারীরা পুলিশ সদস্যদের ওপর হামলা চালান। উল্লেখ্য, ঢাকা মহানগর এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল তিন দিনের মধ্যে বন্ধ বা বিধি-নিষেধ আরোপ করতে মঙ্গলবার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।</span></span></span></span></span></p> <p> </p>